কবিতা- নব কী জানা নাই

নব কী জানা না -রাজীব লোচন বালা   আমাদের নব কী জানা নাই, তবে শহুরে বাবুরা নতুন বলেআমাদের গায়ে শীতকালের জামা নাই বাবুরা নতুন জামার উৎসব বলে।জানেনতো কার্তিকমাসে যখন ধান পাকেআমাদের দামহীন হাসি সবুজ মাঠে ঢেউ তোলে, এটা অম্লান। আমাদের নব কী জানা নাই, আজও কৃষক রাস্তায় নামেফসলের মূল্য পাচ্ছি না বললে বাবুরা পুলিশপিটা করে।জানেন […]

এসো হে এ প্রাণে

এসো হে এ প্রাণে-রাজীব লোচন বালা   এসো তুমি বসো হৃদয় মাঝে শান্ত করো এ ভুবনেরেতুমি আছো মন-মাঝে তবুও মানুষ বুঝতে নারে ।জাত-পাত ভেদাভেদে মানব জীবন আজ সন্ত্রাসেভালোবাসার সাগরে ডুবে শীতল করো মানুষে। আজ প্রেম-ভালোবাসা আছে নাই শুধু আত্মোৎসর্গহৃদয় ব্যাকুলতা হীন মন আশাবাদী, দেখি না যে কোন স্পর্শ।হৃদয় আছে, স্পৃহা আছে, আছে দু’চোখ নাই শুধু […]

এ মৃত্যু আমার বিবেকের

“এ মৃত্যু আমার বিবেকের”-রাজীব লোচন বালা     এ পৃথিবী – এ মানুষ সবই রয়ে যাবে , আসবেনা শুধু__সে আমার বিবেক, আমার চৈতন্য আর আমার মনন।মুক্তির রঙ – মুক্তির যুদ্ধ আর মুক্তির ত্যাগ- তিতিক্ষা রয়ে যাবে সে বয়ে যাবে নদী রক্তস্রোতে মিশে বারুদের ফুঁটো দিয়ে। মানুষ রইবে মানুষ হারিয়ে, জীবন শান্ত হবে মনটা কাঁদবে,অশ্রু জমাট হবে […]

“শুধু এক মুঠো ভাত চাই”_

“শুধু এক মুঠো ভাত চাই”-রাজীব লোচন বালা          জানো কি প্রিয় ? আমরা জানি না গো !!!     হীন দরিদ্রের আবার- প্রিয় থাকে নাকি ?      এতো শুধু মাত্র কষ্ট কল্পনা ছাড়া আর বৈকি,মাথার ওপর যার আকাশ হল ছাদ, অন্ধকার যাদের চার দেওয়াল  আমাদের তো ‘প্রিয়’ থাকতে নেই, ইচ্ছা বিবর্জিত হওয়া […]

এ পথ এ জীবন

এ পথ এ জীবন -রাজীব লোচন বালা     চলতে চলতে তোমার পাশে এসে দাঁড়িয়ে আজ মাগো তুমি নিঃসহায়, নিঃসঙ্গ ,নিরুপায় আর আবেগতাড়িত জননী ভেনাসে প্রবাহিত রক্তও আজ নিঃশব্দে বয়ে যায়, পাখিদের কুহুতান আজ মলিন হয়ে রয়ে যায়।   চাতকের চলার পথে জলও আজ বিষাক্ত, সবই খণ্ড ভণ্ড, মানুষ আজ বহুদূর এগিয়ে, সে পায় না […]

বাঁচবে শিশু?

বাঁচবে শিশু? -রাজীবলোচন বালা চেয়ে দেখি পৃথিবীতে “আমরা” মানুষ! জ্যান্ত লাশ !! আহার-বিহারে ঘটাই সর্বনাশ। ঈশ্বরের অমোঘ সৃজনশীল মানুষ আজ, তাকেই নিয়ে করছে বিধ্বংসী সাজ! কি হাহাকার আর যুদ্ধাভিমুখী রণের তলে_ কত শিশু হল অকালেই স্খলিত, বোঝা হল না মানুষ্যের চাল। প্রাসাদ গড়ালে, ইমারত গড়ে দিলে মাটি ঢেকে, মনের কীঙ্কর- জেগে ওঠে লুঠতে মানুষের লাজ! রাত-রজনী […]

সাহিত্যাকাশের পিলসুজ

সাহিত্যাকাশের পিলসুজ -রাজীব লোচন বালা সাহিত্যাকাশে উজ্জ্বলতম, মানুষ তৈরির কান্ডারী ঠাকুর তুমি, তোমারই পরশে জাত-পাত হল অবশেষে নিষ্পত্তি । হিন্দু -বৌদ্ধ কিংবা মুসলমান, সবার প্রাণে একশক্তিরই অধিষ্ঠান, গানে গানে, কবিতা- ছন্দে তুমি ঠাকুর ভবের মানুষ , মনোজগতে মহীয়ান । কি গাহিব তোমারে লয়ে , অতি অধম মুই এ ভবের হাটে, মানব জনম বুঝি বৃথা গেল […]

”স্বর্গাদপি গরিয়সী”

”স্বর্গাদপি গরিয়সী” -রাজীব লোচন বালা কেন জানি না আঁধারের ‘কালসাজায়’ পৃথিবীটা লাগে অচেনা ! এসে মাতৃ জঠরে, পৃথিবীকে অবলোকন করিতে বেরিয়ে এলাম গর্ভ হতে কত কষ্ট দিয়ে। ভ্রুণাকারে,! শুনেছি — পৃথিবী কত সুন্দর, অপরুপা- শান্তময়ী। পশু- পাখি, জন্তু-জানোয়ার , কত তার সন্তান-সন্ততি! মানবকোষ দিয়ে বড়ো হতে হতেই দেখি, তার বিভীষিকা-তান্ডব। মহাকোলাহল আর বিষের বীভৎসতায় মানব […]

জীবনের ধীশক্তি

জীবনের ধীশক্তি -রাজীব লোচন বালা       এই জীবনটা একবারই আসে ভাবিয়া রেখো, জীবনের গতিপথে ভাঙ্গা-গড়া দিয়েই শুরু___ সন্দেহ নাই এ নিয়মে কভু। ভালো- মন্দ দুটি সময় এই জগতে, যদি ভালো না থাকে, মন্দ কি? বোঝা যায় না! আবার মন্দ বিনা ভালোর স্বাদ কি?জানা যায় না! দুই সময়ই জড়িয়ে রয়েছে জীবনকে ঘিরে___ কিন্তু, হায়! […]

মোরা ভাই ভাই

মোরা ভাই ভাই -রাজীব লোচন বালা     মোরা সবে ভাই ভাই, সাম্যের গান গাই একই মায়ের শ্রীচরণে মোদের হবে ঠাঁই। সাম্প্রদায়িকতার অনল ঢেলে করছে যারা প্রহার, একই সাথে “দুই কুসুম” উঠবে একদিন ভাই সেই দিবসে পালাবে তারা করে হাউ- মাউ। হিন্দু বলো মুসলিম বলো সবাই মোরা ভাই মহম্মদ তার সাম্যের প্রাণ শ্রী কৃষ্ণ তার […]