-
কবিতা- ওদের কান্না
ওদের কান্না
অজয় বিশ্বাসপাহাড়ের চোখে জল ঝরছিল আগে থেকেই,
যখন ঘাতক বন্দুকের নল
তাক করেছিল সদ্য বিবাহিত ক্রৌঞ্চের দিকে..পাহাড়ের কোলে বরফ
বরফের স্নেহে আচ্ছাদিত বৃক্ষ কেঁপে উঠেছিল রোদের চাদর সরিয়ে,
মাটির রোমকূপের মত তৃণসকল শিউরে উঠে বলেছিল-
‘থামাও মৃত্যু খেলা’আমরা শুনতে পাইনি
কারণ আমরা তো এখন বধির…
বিভেদের আবরণে অন্ধতাই দেখতে পাই না
সব রক্তের রঙই যে লাল… -
অণু কবিতা- পথের আড়ালে
পথের আড়ালে
-অজয় বিশ্বাসপথ পড়ে থাকে পথের মত
পথকে চিনে নিতে হয়পথ কাউকেই ধরা দেয় না
পথ নিজেই পথ চেয়ে থাকে
কখন পথিক আসবেতবে সবাই পথিক হতে পারে না
পথের ভালোবাসায় যে
পা বাড়ায়
পথ তাকেই ডেকে নেয়
এখন প্রশ্ন পথকে কতটা
ভালোবাসতে হবেআসলে এটাই গুরু-শিষ্যের
সম্পর্কের মত। -
গল্প- খোঁজ
খোঁজ
-অজয় বিশ্বাসরমেনবাবু। রমেন রায়। বেশ কয়েক বছর ধরেই তিনি বিভিন্ন মেলায় ঘুরে বেড়াচ্ছেন। অস্থায়ী তাঁবুতে থাকেন, আর সন্ন্যাসীদের আখড়ায় ঘুরে বেড়ান।খুঁজে বেড়াচ্ছেন তার ছেলেকে। ছোট থেকেই মেধাবী ছিল তার ছেলে। কলকাতায় কলেজে পড়ার জন্য কলেজের হস্টেলে সে থাকত। মাসে একবার বাড়ি যেত। ভালভাবেই পড়াশোনা চলছিল। একবার মাস পার হয়ে দু'মাস হতে চলল।ছেলে বাড়ি যাচ্ছে না। রমেনবাবু নিজেই এলেন খোঁজ করতে। সবাই অবাক। হস্টেলের ছেলেরা বলল, ও তো একদিন গেরুয়া বসন পরে সবাইকে জানাল ও বাড়ি যাচ্ছে। এরপর রমেনবাবু কোনোভাবেই তার ছেলের আর খোঁজ পাননি। এবার রমেনবাবু এসেছেন কুম্ভমেলায়। বুকে আশা নিয়ে খুঁজে বেড়াচ্ছেন। এক ভোরে বেদের মন্ত্র উচ্চারণ শুনে তাঁবু থেকে বেরিয়ে এলেন। দেখলেন, সন্ন্যাসীরা বেদের মন্ত্র উচ্চারণ করতে করতে এগিয়ে চলেছে। সকলেরই অল্প বয়স। সবাইকেই তার মনে হল, এরা সবাই তো তারই ছেলে।
-
তোমার কথা নিয়ে
তোমার কথা নিয়ে
-অজয় বিশ্বাসতুমি কথা বল না
কথা বলতে চাও না
বলতে পার না কথা
অথচ একদিন তোমার কথা নিয়েই
দিন শুরু হত
ফুল হেসে উঠত বাগান জুড়ে
সকালের রোদ এসে চুপিচুপি বসত
তোমার কথা শোনার জন্য
গালে হাত দিয়ে ঘণ্টার পর ঘণ্টা
বারান্দার কোণে চুপটি করে
অপেক্ষা করত চড়ুই।নদী কত দূর থেকে বয়ে এসে
পাড়ে থমকে যেত তোমার কথা শুনবে বলে
ওই যে বুড়ো বটগাছ
সে-ও কি কম লোভী ছিল!
কান খাড়া করে রাখত
তুমি কখন কথা বলবে…আর রাত হলে
নক্ষত্রগুলো ডানা মেলে নেমে আসত
পরীদের মত
তোমার কথা নিয়ে স্বপ্ন বুনবে বলে
এখনও বাতাস পাতার ফাঁকে ফাঁকে
ফিসফাস করে
তোমার কথা ভাসিয়ে নিয়ে যাবে বলে…চেয়ে দেখ তোমার কথা হারিয়ে গেছে বলে
আকাশ ঝুঁকে আছে…
উদাসী পাখির মত
যদি আবার ভেসে ওঠে হঠাৎ কোনো কথা….