-
অন্যহাত
অন্যহাত
-অনিমেষ সরকার
দুটো সমন্বয়ের রাতের শেষ পরিশ্রমে বিন্দুর অজুহাত
লোলুপ চোখে সংসারের পেজে
স্তব্ধ কাঁচের আড়ালে টেমপারেচার ওয়াচ নিজ গুণে
করে ঘষা মাজা ত্রিস্তরীয় মুগ্ধতার কোলাজে
বাসনের নির্বাসন
সর্বপরি গভীরে প্রবেশ।রাজজোটক ভাবনা গুলো আসে উঠে
রেখে যায় অপরিকাঠামোয়ব্যস্ততার আত্মঘাতী ঝরা শ্রাবণ।
-
অন্তরীক্ষ
অন্তরীক্ষ
-অনিমেষ সরকার
অদৃশ্য নির্মান থেকে উঠে আসে ছায়া ভান্ডার
আঙুলে লেগে থাকে কোমল প্রলেপ
আমি জেগে থাকি তবু বুঝতে পারি
আমি মৃত
আমি চোখ বন্ধ করে রয়েছি তবু শুনতে পাই তাদের ডাক
আমি বেঁচে আছি
আমি প্রবেশ করছি বৈদ্যুতিক চারদেওয়ালে
সত্যি!
তারা অপেক্ষা করছে
আমি চিরজীবী হয়ে আছি
তবু তারা মৃত ভাবছে -
ক্ষয়
ক্ষয়
-অনিমেষ সরকারএক চিবুক শপথ রেখেছি মায়াজালে;
অন্তরাত্মার আত্মতুষ্টি বিমগ্ন
কলমের কালি থেকে খসে পড়ছে যৌবন!
ধোঁয়ার কার্বনে ক্রাইসিস রুপলেখা,
যারা ধরেছিলো ফেরার পথ
দরজা সব বন্ধ !
অন্ধকার থমথমে শ্বাস প্রশ্বাস!
আয়নার ডেস্টিনেশন আমার সত্ত্বা চায় জানতে;
পথ হারা এত কাছে থাকা সত্ত্বেও দূরত্ব আলোকবর্ষ,
ক্ষয় হয়ে পড়ছে আবরণ;
নিঃস্ব থেকে নিঃস্বতর।