গরীব দেশ -অভিজিৎ মন্ডল হ্যাঁ আমি এক গরীব দেশ আমি গরীব, আমি গরীবের গরীব আমি চাষি ভাইয়ের বন্ধু আমি মুটে-মজুরের বন্ধু আমি জন্ম নিয়েছি কাদামাটি আর ঘন অরন্যের ছায়ানীড়ে আজ ভরে গেছে আমার দুয়ার অমানবিকতার মায়াভিড়ে।। হ্যাঁ আমি আজও গরীব, অসহায় আমি ধরিত্রী মাঝে কেন গর্ভে ধরেছিলাম এত বীর বীরহীকে তবু এ হেন গর্ব কি […]
সভ্য না কাঁচালঙ্কা
সভ্য না কাঁচালঙ্কা -অভিজিৎ মণ্ডল সুন্দর এই জীবনে ভরা কতনা রঙিন মধুমেলা তাই দুঃখ কষ্টের অনুপমা নিয়ে করোনা গো কোনো খেলা।। নই আমি নেতাজি সুভাষ,নই কাজী নজরুল হতে পারিতো নেতাজির ডাক, নজরুলের রুদ্রবীনার কূল।। তাই মরচে পড়া বারুদের ডেরাতে একটুকরো আগুন দিলাম– বুঝে নিও আজ অন্য সুরে গাঁথা মালা পরাতে এসেছি তোমায় আর ভেঙে চুরমার […]