ডানাতে যা লেখা আছে-অরুণাভ নিয়োগী সকালের একটুকরো আলো এসে যেই পড়লোউঠোন জুড়ে কারা যেন ছুটে এলোলাল,নীল, সাদা,কালো রঙবেরঙের প্রজাপতি,প্রত্যেক ডানাতে ডানাতে বিকেলের নাম লেখা আছে,বিষন্ন,ধূসর, মনখারাপ কত কি… অবশেষে একটা প্রজাপতি আমার ডান হাতে এসে বসতেইআমি আনন্দে জানতে চাইলাম –কি, কোন ভালো খবর আছে কি?বিকেলের মধ্যেই কি কোন ভালো খবর আসবে? হাত থেকে উড়ে […]
একান্তে
একান্তে-অরুণাভ নিয়োগী ঘন কুয়াশা চিরে কথারা এসেছিলমেঘেদের সাথে এলোমেলো স্বপ্ন হারিয়েছিল দুটো মন।পাখিদের ডানাতে হাত রেখে রোদ লিখেছিল যে ভাষা,সেখানেই পূর্ণচ্ছেদ টেনে গেছে তোমার নীরবতা। আকাশের নীল মেখে জলের তুলিতে ছবি এঁকেছিসেখানেই দেওয়ালে দেওয়ালে স্বরলিপিরা কথা বলেনা গাওয়া গানের। সব গল্পেই তোমাকে হারাতে গেছিলেখাতে লেখাতে যে গল্প লিখেছিসেখানেই নিজেকে হারিয়েছি একান্তেপাতায় পাতায় মলাটে।