কবিতা- শিকড়

শিকড়– গদাধর সরকার     তুই শিলালিপি। দোপাটির চারা।তাই বুঝি পথে বাজে বাঁশি তারা! ফোটে গান, ছোটে ঘামে ভেজা মোহ …তোকে খুঁজি কেন? ভুলে গেছি ওহ! তোকে পেলে আমি, জানি সব পারি!তোর সাথে ভাব! তোর সাথে আড়ি! তুই শিলালিপি! মরিচীকা মাসি!তোর কথা ভেবে কাঁদি আর হাসি! পথ ভেঙে গেলে, ভাঙা পথ গড়ি!যত বাঁধা আসে তত […]

কবিতা- যে মেয়েটা

যে মেয়েটা -গদাধর সরকার যে মেয়েটা ছড়ায় সাগর পারুল চাঁপার মনে । যে মেয়েটা খুশির খবর পাঠায় হলুদ বনে । যে মেয়েটা ঘুরে বেড়ায় শিরিন নদীর বাঁকে । যে মেয়েটা আপন মনে উদাস দুপুর আঁকে । যে মেয়েটা ধুলো ওড়ায় কুসুম পুরের পথে । যে মেয়েটা আবির ছড়ায় লাজুক মনের মঠে । যে মেয়েটা সাহস […]