-
কবিতা- শিকড়
শিকড়
– গদাধর সরকারতুই শিলালিপি। দোপাটির চারা।
তাই বুঝি পথে বাজে বাঁশি তারা!ফোটে গান, ছোটে ঘামে ভেজা মোহ …
তোকে খুঁজি কেন? ভুলে গেছি ওহ!তোকে পেলে আমি, জানি সব পারি!
তোর সাথে ভাব! তোর সাথে আড়ি!তুই শিলালিপি! মরিচীকা মাসি!
তোর কথা ভেবে কাঁদি আর হাসি!পথ ভেঙে গেলে, ভাঙা পথ গড়ি!
যত বাঁধা আসে তত তোকে ধরিআমি ডিঙি! তুই, প্রজাপতি বাড়ি!
তোর সাথে ভাব! তোর সাথে আড়ি!তুই শিলালিপি! চোখ ধরা পাখি!
তোর দুটি চোখে -মায়াদ্বীপ রাখি!যত উড়ে যাস, তত আমি উড়ি …..
দিবানিশি তোকে নানা রঙে জুড়ি!নাচে বাঁশি তারা! আলাদীন গাড়ি!
তোর সাথে ভাব! তোর সাথে আড়ি!তুই শিলালিপি! মোনালিসা নদী!
বলে দেনা এসে, কিসে মেলে বোধি ?পাতা ঝরা বেল! খরা, চোরাবালি ….
তোকে ভেবে ভেবে চোখে পড়ে কালি!তবু ডানা মেলি! তবু হাত নাড়ি!
তোর সাথে ভাব! তোর সাথে আড়ি! -
কবিতা- যে মেয়েটা
যে মেয়েটা
-গদাধর সরকারযে মেয়েটা ছড়ায় সাগর পারুল চাঁপার মনে ।
যে মেয়েটা খুশির খবর পাঠায় হলুদ বনে ।যে মেয়েটা ঘুরে বেড়ায় শিরিন নদীর বাঁকে ।
যে মেয়েটা আপন মনে উদাস দুপুর আঁকে ।যে মেয়েটা ধুলো ওড়ায় কুসুম পুরের পথে ।
যে মেয়েটা আবির ছড়ায় লাজুক মনের মঠে ।যে মেয়েটা সাহস জাগায় আশার প্রদীপ জ্বেলে
যে মেয়েটা রামধনু মন । সরায় আঁধার ঠেলেযে মেয়েটা রূপকথা পুর । নুপুর পরে নাচে ।
যে মেয়েটা সোহাগ দিয়ে ফোটায় কুঁড়ি গাছে ।যে মেয়েটা রোদের কুচি ছড়ায় নদীর কুলে ।
যে মেয়েটা মনের আগল সদাই রাখে খুলে ।যে মেয়েটা শালুক ফুলের আদর ভালোবাসে ।
যে মেয়েটা খুশির পালক ছড়ায় সবুজ ঘাসে ।যে মেয়েটা টগর, পলাশ, তিতির পুরের ছুটি ।
যে মেয়েটা নদীর সাঁকো । বুনো হাঁসের জুটি ।যে মেয়েটা সাঁতার কাটে গাঁয়ের পুকুর ঘাটে ।
যে মেয়েটা কাগজ কুড়োয় নিঝুম পুরের হাটে ।যে মেয়েটা ঝুমঝুমি ভোর, কেবল কাছে ডাকে
সেই মেয়েটাই বাঁশি আমার । হৃদয় জুড়ে থাকে