কবিতা- বিরহ তাপ

বিরহ তাপ-গৌতম পাঠক     কি বেদনা বাজে হৃদে,বসন্ত বাতাসেফাগুন আগুন রাঙা,ভরাট উচ্ছ্বাসে।দ্রিমি দ্রিমি দ্রিমি দোল,বাজায় হিন্দোলকুঞ্জে কুঞ্জে গাহে পাখি,মধুর কোন্দল।রঙের বরষা নামে,ধরণীর বুকেপ্রেমিক প্রেমিকা গণ,ভাসে কতো সুখে।রাধার বিরহ ভরা,যমুনার জলকানুর দু’চোখ জুড়ে,খেলা করে ছল।রাধা রাধা করে হায়!পিপাসিত কালাঅশান্ত হৃদয় জুড়ে,জ্বালা আর জ্বালা।মরণেও সুখ নাই,বিরহের তাপেসারা অঙ্গ রঙ্গ করে,পোড়া মন কাঁপে।এমনি বাতাস বয়,দখিণার কোণেপড়ে থাকে […]

কবিতা-“প্রেমের আগুন জ্বালায় ফাগুন “

“প্রেমের আগুন জ্বালায় ফাগুন “– গৌতম পাঠক     যার জীবনে প্রেম আসেসেই তো ফাগুন ভালোবাসে। যার জীবনে আসে না ফাগুনজ্বলে না মনে আগুন। গাছে গাছে নতুন পাতাফুল ভ্রমরে পাতায় মিতা। স্বপন জাগে কিশোরী চোখেফাগুনের ঐ রঙ মেখে। একটি ছেলে কিশোর মনেআঁকে ছবি প্রেমের টানে। ফুটলে পলাশ খোঁপায় পরেকতো সুখ প্রাণে ধরে। রাখাল বা রাজার […]