আজ তুমি অনেক ক্ষমতাশালী
অনেক উচুঁতে কর অবস্থান,
পেটে বিদ্যা না থাকলেও
ভুল ভাষণে মাতিয়েছ আসর।
মিথ্যা প্রতিশ্রুতিতে বোকা করেছ তাদের,
যাদের সমর্থনে আজ এই ক্ষমতা তোমার।
যারা কিছু করতে পারত ভালো
তাদেরকে করেছ তোমার হাতের পুতুল,
ক্ষমতার অপব্যবহার করেছ প্রতিপদে।
ঠিককে বানিয়েছ ভুল আর ভুলকে ঠিক।
কখনো খোঁজ নিয়েছ কি কেমন আছে তারা ?
যেখান থেকে তুমিও উঠে এসেছিলে একদিন!
নাকি ক্ষমতার দম্ভে আজ তা ভুলে গেছ।
যখন তুমি ছিলে নিপীড়িত
আজ তুমিই সেই নিপীড়নকারী,
ক্ষমতা পেয়ে আজ সাময়িক তুমি খুশি
মাথা উচুঁ করে চলছ।
কিন্তু সত্যি যদি তুমি সফল হবে
তাহলে কেন এত আঙুল ওঠে?
তবে তুমি ব্যর্থ, সফল হয়েও ব্যর্থ
ব্যর্থ তুমি পরিবেশ বাঁচাতে
সামাজিক অবক্ষয় বন্ধ করতে
প্রাথমিক শিক্ষা দিতে
মানুষের মুখে সুস্থতার হাসি দিতে।
ব্যর্থ তুমি বেকারত্ব দূর করতে,
ব্যর্থ তুমি নারীর সম্মান বাঁচাতে,
ব্যর্থ তুমি অনাহারীরর মুখে অন্ন দিতে,
তোমার রাজত্বে পথঘাট নেই নিরাপদ
ধর্ষণের বলি হয় পবিত্র শিশুরা।
অশিক্ষার অন্ধকারে হিংস্রতা গ্রাস করেছে
সততা আজ মূল্যহীন এখানে।
রক্ষাকারী উর্দিধারীরা আজ ঘুষখোর
রক্ষাকর্তা বলে কেউ নেই,
ভুল শোধরাবে যে শিক্ষক
সেও তো তোমারই দাসমাত্র।
মানবিকতার বড়ই অভাব!
তবে যতই বড় হওনা কেন
যতই উচুঁতে ওঠো না কেন
ভুলে যেওনা তাদের
তোমার ক্ষমতায় বলিদান যাদের।
নাহলে কোনো দাম নেই ক্ষমতার
সে ক্ষমতা শুধুই ব্যর্থতার, লজ্জার।