-
অণুকবিতা- কথাগুলো
কথাগুলো
-তীর্থঙ্কর সুমিতকথাগুলো…
ভালো থাকার অভ্যেস
সব বদলে বদলে এখন
নতুন হয়ে উঠেছে নদীপাড়
কত না জানা ব্যর্থতা খুঁটে খায় চড়ুইয়ের দল
অনন্ত বিকেলে আঁকা
শকুন্তলার চোখ ভেজানো এক ছবি
যে ছবি
জল ছুঁয়ে, মাঠ ছুঁয়ে
দূর দিগন্তে _আজ বৃষ্টির প্রয়োজন।
-
অণু কবিতা-হেঁটে যাচ্ছি
হেঁটে যাচ্ছি
-তীর্থঙ্কর সুমিতকত সকাল এভাবে নষ্ট হতে হতে
মুছে গেছে আলোর বিকেলে
অনন্ত যাত্রার পদাবলী
লেখা আছে তোমার ইচ্ছে কথায়
তুমি ডানা মেললে
অভূত প্রাণশক্তি ফিরে পায়
আমার ভালোবাসার কথন
মনে না রাখা তোর্সার বুকে
সবুজ খামে ভেসে গিয়েছিলো
কত অজানার আত্মহননএখন শুধুই মেঘ বৃষ্টি আর কালিন্দীর জল…
আমি হেঁটে যাচ্ছি ক্রমশঃ
-
কবিতা- বর্ণমালা
বর্ণমালা
-তীর্থঙ্কর সুমিতশূন্য হতে হতে বুকের বাতাস একদিন…
নিভে যাবে হাওয়ার সঙ্গে
তার থেকে বরং
দুরন্ত নদীর বুকে একটা সকাল লিখি
দেখতে দেখতে অতিক্রান্ত হয়েছে ইচ্ছেরা
ভালোবাসার গভীরে এখন দিনলিপির ছাপ
বৃষ্টির ধারা কখনও কখনও
তোমার শাড়ির আঁচল ছুঁয়েআমার একতারা জুড়ে এখন লালনের বর্ণমালা।