আমরা আগিয়ে চলেছি -নদেরচাঁদ হাজরা জ্বলন্ত অগ্নিপিন্ড রূপে সৃষ্টি হয়েছিল একদিন তৃতীয় গ্রহরূপে তারপর ঘটেছে অনেক ঘাত প্রতিঘাত শীতলতা উদ্ভিদের আবির্ভাব প্রাণীর সৃষ্টি ; সবার শেষে এল মানুষ আজ শাসন করে চলেছে পৃথিবী ৷ গুহাবাসী আদিম মানব থেকে গ্রামীণ মানুষ , ক্রমান্বয়ে শহর নগর মহানগর আধুনিক থেকে আধুনিকতর পরিশীলিত মানুষ আজ আমরা গর্বে […]