• কবিতা

    অবতার ভগবান

    অবতার ভগবান

    -নিখিল বিশ্বাস  

     

     

    কামিনী কাঞ্চণ পরিত্যাগ করো যদি চাও মোক্ষলাভ
    টাকা পয়সা বিষয় আশয় ছেড়ে দিয়ে জপো কালীনাম ;
    যদি তোমার বিত্ত হয় উদ্বৃত্ত দান ধ্যান কর সাধু সজ্জনে
    বিজ্ঞানে বিশ্বাস অভক্তির লক্ষ্মণ বিধাতার অসন্মান ।

     

    কর্তব্যরত ডাক্তারকেও করেছেন অপদস্ত
    বাড়ীতে তবুও আসতেন রোজ রোগীকে দেখতে ,
    করতেন না অবহেলা ।
    বিজ্ঞানের বিরুদ্ধে কুযুক্তি দিয়ে করেছেন বাজীমাত ;
    ভক্তরা সংখ্যায় বেশী গুরুদেবকে সমর্থন করা চাই
    যে কোন বিষয় হোক ।

     

    ভক্তরা জানে রোগকষ্ট মিছেই ,গুরু নিয়েছেন নিজে ।
    এক লহমায় সারাতে পারেন মৃত্যু কঠিন ব্যামো
    ভগবান তিনি অবতার হয়ে মানব জীবনে ব্যপ্ত ।
    শিষ্য আর ভক্তদের রোগমুক্ত করতে
    হয়েছেন নীলকন্ঠ, করেছেন বিষপান ।

     

    পুরুষকে বলেছেন নারী মোহ ,সংসার বন্ধন ।
    উদ্বুুদ্ধ হয়েছেন হাজার তরুণ ঘর সংসার ছেড়ে
    মায়ার বন্ধন কেটে হয়েছে সন্ন্যাসী কিসের আশায় ?
    গৃহী ,সংসারী ,নারী ,পুরূষ সবাই সমান
    তাকেই মেনেছে অবতার ,ঈশ্বরের বরপুত্র ।

     

    পৃথিবী অদ্ভূত সব গোঁজামিলে ভরা বিচিত্র মানুষ
    এদের মনের ঠিকানায় তুমি পেয়ে যাবে ভগবান
    বিচার বুদ্ধি বিজ্ঞান নিয়ে কাজ নেই আর বৃথা
    অবতার তিনি ঈশ্বর নিজেই বলেছেন সেই কথা ।

  • কবিতা

    স্বর্গ কোথায় আছে

    স্বর্গ কোথায় আছে
    -নিখিল বিশ্বাস 

     

     

    স্বর্গ কোথায় আছে ,কাশ্মীরে ঝীলমের পাড়ে ?
    ডাল লেক ,দারুচিনী বনে কিংবা মোগল গার্ডেনে ?
    ডালহৌসী পাহাড়ের স্বপ্ন মাখা গ্রাম ,নৈনিতাল
    রাণীক্ষেত ,মানালীর রোটাং পাসে স্বর্গ কানন ?

     

    স্বর্গ কোথায় আছে? পাঁচতারা হোটেলের নাইট ক্লাবে ?
    ছত্রিশ হাজার ফুট বোয়িংএর পেটে সঙ্গে বিমান সুন্দরী
    তার হাতে সুরা পান ,হাতে হাতে আইসক্রীম কিংবা বিরিয়ানী
    অথবা রেসের মাঠে ,শেয়ারের কারবারে মুনাফা অঢেল
    কোথায় শান্তি আছে সুখের অলকানন্দা ,স্বর্গ মন্দাকিনী ?

     

    কেউ তাস খেলে শান্তি পায় ব্রীজ,ফিস কিংবা রামী
    কেউ মদ খেয়ে বেসামাল ,কালীঘাট ,খেলে কানামাছি ।
    স্বর্গ কোথায় আছে ?সন্ধ্যার হাতীবাগান কিংবা গড়িয়াহাট ?
    ডানাকাটা সুন্দরীরা কাজুবাদামের মতো মসৃন পেলব ।

     

    চরাচর ভুলে তুমি সমুদ্রে দিয়েছো ডুব যদি পাওয়া যায় ,
    কোথায়ও পাওনি খুজেঁ স্বর্গারোহনের সিড়ি ,স্বর্গ মঞ্জীল ;
    চলে গেছ বেনারস ,বৃন্দাবন, হরিদ্বার, পুরী
    কোথায়ও স্বর্গ নেই,তৈরী করতে হবে তাকে নিজের চেষ্টায় ।

     

    রমনীর ওষ্ঠাধরে নাভীমূলে কিংবা জংঘা যোনীদেশে
    কোথায় কামরূপ কামাখ্যা, স্বর্ণ গুহা ,স্বর্ণ মন্দির ;
    সেতারের রাগিনীতে ,রবীন্দ্র সংগীতের ঝর্ণা ধারায়
    কোনখানে স্বর্গ আছে তৈরী করো ,খুঁজে নাও সুখের মঞ্জীল ।

<p>You cannot copy content of this page</p>