-
গামছা বাধা সংসার
গামছা বাধা সংসার
-নীলোৎপল সিকদার
মেহেদী রাঙা হাত-লাল চেলির দিন
ছোট্ট উৎসব-মেজবান খাওয়ানো
একটু খানি আনন্দের পরশ
কবুল বলা বউ সাজা-গরীব ঘর-সংসার…চুলার উপর ভাতের হাড়ি
লাকড়ির বুক পোড়া আগুন…ভাঁপ ওঠা গরম সাদা সাদা ভাত
আকাশের তারার মত ঝকমক করে,
উদর পূর্তির সংসার- মনে জ্বলে শ্মশান চিতা…প্রেমহীন- স্নেহহীন-মায়া মমতাহীন
খাওয়া পরা গরীব জীবন
একটু খানি গামছায় বাঁধা সংসার!দাওয়ায় কলসি ভরা ঠান্ডা পানি
অধিকারের শীতল পানির অভাবে
দিবানিশি পিপাসায় কাতরতায়,
ভালোবাসাহীন গামছা বাঁধা সংসার..নতুন বউ-সমুদ্রের মত অনুরাগভরা হৃদয়,
বর কঠিন মন-বৈষয়িক হৃদয়-মরা শুকনো খাল
তবুও মাথায় তার পুরুষ অহংকারের তাজ… -
ভাঙ্গা সময়
ভাঙ্গা সময়
-নীলোৎপল সিকদারউড়ন্ত দুর্দশা আকাশ থেকে
হেঁটে হেঁটে নেমে এসে
আসনপিঁড়ি হয়ে ঠায় বসে আছে
ঘরটি দখল করে…হাঁটুমোড়া অনুরোধ বারবার প্রত্যাখ্যাত
যত বলি- দুঃসময় তুমি যাও যাও
তবুও তার কোন ভাবান্তর নেই
উঠে দাঁড়ানোর নামটি নেই…বরফগলা তপ্ত দুপুর কেটে যায়,
নত বিকেল নরম রোদের সিঁড়ি বেয়ে
রাতের আঁধারে হারায়,
দুর্দশা তবু একই অবস্থায় থাকে,
জামায়-জুতায়-আসবাবপত্রে-পোষাকে,
শ্যাওলা পড়ার মত ইটের গায়ে
ঘরের সব কিছুতে…পালকী পালকী ভাবনারা
রাতের স্বপ্নের মত দিবসে মুছে যায়,
প্রিয় রমনী ছেড়ে গেলে
ধূসর দুর্দশা আসে বালিয়াড়ি হয়ে… -
সুপ্ত
সুপ্ত
-নীলোৎপল সিকদারহাটখোলা পেরিয়ে নদী বরাবর চলি
পার হয়ে আসি শ্মশান ঘাট,
গ্রামের বুড়ো শিবতলা, পদ্মপুকুর,
পশ্চিম পাড়ার জামে মসজিদ,
প্রাচীন গোরস্থান,
মাঠের পরে মাঠ সবুজে সবুজ…এ বাংলার রূপ শ্যামল সুন্দর,
মিঠা নদীর জল-মধুমাসে মধু ফলের মৌ মৌ ঘ্রাণ,
পাতে পাতে মাছ ভাত বাঙালি মেন্যু…ঈদ পূজা পার্বন- রাখি বন্ধন আরো কত কি…
নরম মনে সুপ্ত শুভবোধে তাড়িত মানুষ
কাঁধে কাঁধ বুকে বুক হিন্দু মুসমান
মিলেমিশে আছে তারা বেশ…জারিশারি,ভাটিয়ালী কীর্তন,মুর্শিদী
সবই বাংলা আর বাঙালির প্রাণ
হৃদয়ে হৃদয়ে আছে সুপ্ত-কত মধুর অনুভূতি
চির মহান উদার বাঙালি জাতি। -
অভিযাত্রী
অভিযাত্রী
-নীলোৎপল সিকদারপথ রুদ্রসন্ন্যাসী- অজানা গন্তব্য,
পিঙ্গল সময় কেটে তবু চলতে হয়,
জীবন ক্ষমাহীন-উদরে আগুন!পায়ের তলায় মিশকালো মাটি
এবরো থেবরো নুড়ি বিছানো,
হেরে গেলে জীবন বিপদ সঙ্কুল
সংগ্রাম মুখর প্রতিটি দিন।পৃথিবীতে কেউ কারো নয়,
ছদ্ম আবরণে মোড়ানো সম্পর্ক গুলো
মুখ আঁধার মুখোশের আড়ালে ঢাকা।জীবনের রুক্ষ লেনের বাঁকে বাঁকে নিষ্ঠুরতার পিলার,
মানুষ আত্ম স্বার্থের কাঙ্গাল,
শুধু রহস্যময় নিয়তির কাছে
কাল্পনিক আশ্রয়ে সান্ত্বনা খোঁজা…