সাধক বিশ্বাসঘাতক -পরিতোষ রায় বিশ্বাসঘাতক তাকে বলো যাকে তুমি চেনো তাকেই বলো যাকে তুমি বিশ্বাসঘাতকতায় সমুখে জানো! কত শত ঘাতক লুকিয়ে আছে আঁখির গোচরে তাকে করোনা তো নিন্দাঘাত প্রাণপণ সজোরে ! শত শত মানুষের জীবন নিয়ে করছে খেলা খাবারের ভেজাল দিয়ে ছড়াচ্ছে বিষের মেলা! আমাদের রক্তে মিশে গেছে বিষ ছোটো ছোটো শিশুদের জীবন […]