এক মুঠো প্রেম -পিয়ালী চ্যাটার্জী চেষ্টা করলে আমিও পারতামতুমি যেমন পেরেছিলে,এক নিমেষে ভালোবেসেএক নিমেষেই ভুলেছিলে। নীল আকাশ, শান্ত ঢেউপারেনি তোমায় আটকাতে,মন খারাপের বায়নাগুলোআমিও চাইনি জানাতে। জ্যোৎস্না রাতে তারার খেলাএখন যেন এলোমেলো,বৃষ্টি এখন বেপরোয়াআগে তাতে শান্তি ছিল। আমার প্রেম এক ঘেঁয়েমিশুধুই তোমাকে চায়,তোমার চাওয়া সন্ধ্যে সুরাব্যর্থ বিলাসিতায়। আমার চোখ লাল মাটিতেসিঁদুর রং দেখে,তোমার প্রেম পরিণতি […]
গল্প- দিনগুলি মোর সোনার খাঁচায়…রইলো না
দিনগুলি মোর সোনার খাঁচায়…রইলো না – পিয়ালী চ্যাটার্জী গল্প- (১)বর্ষা কে সদর দরজা দিয়ে বাড়িতে ঢুকতে দেখেই সৌম্য খাবার টেবিল ছেড়ে উঠে ঘরে চলে গেল। বর্ষা খাবার সাজিয়ে সৌম্য কে ডাকলো“সৌম্য কি হলো ঘরে চলে গেলে কেন? খাবার দিয়েছি খেতে এসো।”“না আমার খিদে নেই। তুমি খেয়ে নাও।”“খিদে নেই মানে? একটু আগেই তো খেতে চাইলে […]