-
কবিতা- অভিলাষ
।। অমরনাথ স্মৃতি সাহিত্য পুরস্কার ।।
অভিলাষ
-প্রদীপ শর্ম্মা সরকারতালিকা বৃদ্ধ হয় অভিলাষের।
জাতক ইচ্ছেরা সাবালক হবার আগেই
কালো তালিকা দীর্ঘ থেকে দীর্ঘতর হয়।
বন্ধ্যা সময়ে রামধনু ইচ্ছেরা শিকেয় বাসা বাঁধে,
দীঘির পাড়ের জাতখোয়ানো শাপলার সাথে বসত করে–
রাতদুপুরে দো-আঁশলা গলাগলিতে কিছু রোজগার,
তবে চিঁড়ে ভেজে না তাতে।
পাশে পড়ে থাকা শঙ্খিনীও বড় বেহায়া –তা হোক্,তবু তো সে কিছু ইচ্ছা প্রসব করে!
জন্মকালের ইচ্ছেরা আজ বৃদ্ধ।
তালিকার এক অংশ ছাইচাপা–
কিছু ইচ্ছে মোসাহেবী করে,
কিছু আবার হতোদ্যম,পাংশুটে।
তেএঁটে কিছু ইচ্ছে
ল্যাজে আগুন নিয়ে দাপিয়ে বেড়াচ্ছে
অনামুখো সভ্যতার মুখাগ্নি করার কৃতিত্বের লোভে। -
কবিতা- অবস্থান
।।অমরনাথ স্মৃতি সাহিত্য পুরস্কার ।।
অবস্থান
–প্রদীপ শর্ম্মা সরকারহঠাৎ করেই সজনেখালির আকাশে
নিরুদ্দেশ চাঁদের হাল্কা চাদরে
দক্ষিণরায়ের উদ্ধত হুঙ্কার।
হাঁটা পায়ে বাতাসী লুপ পেরিয়ে
ধবলগিরির তুলতুলে সান্নিধ্যসুখ–
বিপরীতে বিন্ধ্যমালা রজনীগন্ধা সাজে
সম্মোহন মন্ত্র ছড়ায় দেবগান্ধার পথে।
বীজমন্ত্র উচ্চারণ ক’রে পান্থপাখির দল
পালকের মখমলি সামিয়ানা উড়িয়ে নিয়ে চলে
সময়বৃদ্ধের আসন্ন জন্মপলের উদযাপনে।সবে অক্ষরজ্ঞান লাভ করা শিশু
চোখ মেলে চারপাশ দেখে, আর ,
হাত ঘুরিয়ে লেখে–
ম-এ মাটি ;
জ-এ জল ;
র-এ রোদ;
ব-এ বাতাস;
আর খুব বড় বড় করে লেখে
আ-এ আকাশ।
তার বর্ণমালার সাজঘরে শুধুই ইচ্ছা অবস্থান।