• অণু কবিতা

    নাঙ্গা সমাজ

    নাঙ্গা সমাজ
    -প্রভাত মণ্ডল

     

     

    তমসার উল্লাসের হয়েছে অস্তরাগ,
    নবীন আলোয় ভরেছে আকাশ।
    কুহুর মাতোহারা স্বরে শিহরিত
    গাঁদা হলদে শাড়ীতে
    অভিসারী হয়েছে রাধার মন।
    পলাশ শিমূলে লেগেছে রঙের সাজ,
    আম্র-মুকুল সুগন্ধী বাতাস,
    রঙ-বেরঙে আবিরে বসন্তরাজ
    তবু কেন চোখে ভেসে উঠে,
    রক্তাক্ত সিরিয়ার বর্বরতার ক‌্যানভাস।
    বারবার ভাসে কেন?
    নাঙ্গা সমাজের ধর্ষিতার পোট্রেইটের পরিহাস।
<p>You cannot copy content of this page</p>