সাধ

সাধ -প্রসেনজিৎ রায় কেনো আসলাম? অপবাদ বিরহ যন্ত্রনার জন্য? ঘুরে ফিরে আবার হলাম হন্যে। আবার অপবাদ আবার সেই ঘৃণা ঘুরে ঘুরে আজও মিটলো না তৃষ্ণা। সবাই মুখ ফিরিয়ে নিচ্ছে – – – গুমরো মুখে চেয়ে আছে আকাশ শরীর ছয়ে পুড়িয়ে দিচ্ছে বাতাস। থমকে যাচ্ছে নদী নালা শুধু থমকায়নি আমার নালির শ্বাস। তবুও যে মনে হয় […]

ও নদী

ও নদী -প্রসেনজিৎ রায়     একদিন তোর নেওয়াশি গাছের উপর দেখেছিলাম জোনাকির ম্লান আলো, কুটিরে কুটিরে বেঁধেছে তারা বাসা, যেন তার ভেতর ৷ দেখেছিলাম তোর দূর্বা ঘাসের ওপর….. রামধনুর সাত রং , যখন শিশির করত ঢং ঢং ৷ তোর র্নিজন মাঠে পাখীরা ছোটে, ছুটে তার সাথে শরতের ভেলা তোর ঐ পারে,কে যেন নরম হাতে […]

হতাম যদি

হতাম যদি -প্রসেনজিৎ     হতাম যদি আমি রাজার কুমার , তুমি হতে মনের রাণী আমার ৷ সাদা মেঘে প্রেমের ভেলায় চরে , যেতাম আজি নীল আকাশে উড়ে ৷ বলাকা চাতক পক্ষীরাজের কাছে , সাদা ডানার ঐ দলের মাঝে , খুজে নিতাম একটি সুখের বাসা ৷   হতাম যদি তোমার মনের কুমার , প্রেম দিবসে […]

সেই মেয়ে

সেই মেয়ে -প্রসেনজিৎ রায়     নিস্তব্ধ রাস্তা ,সে হাঁটতেছে একা সামনে পিছনে কেউ নেই , নেই কারো দেখা ৷ হঠাৎ দানবের দল ,হিংস্র দাঁতে নখে কামড়ে কামড়ে খায়, বাঁচাও বাঁচাও! যেন কেউ শুনতে না পায় ৷ একদল কাপুরুষ মুখে কূলুপ এঁটে করে আছে চুপ , বার বার নিয়তি দেখায় পুরুষের সেই রুপ ৷৷   […]