রাত ভোর বৃষ্টি -বিদিশা বসু গত সে শ্রাবণ চলিয়া গিয়াছে আমারই রচিত শ্রাবণের জলে অকাল শ্রাবণ এলো কাল রাতে জানি, সেও যাবে এমনই চলে,,,,, তবু ঘোর বরষায়,তব মুখখানি বিদীর্ণ করে বক্ষ, অপলক মায়ায় নিশীথ যামিনী,বৃথা তুমিহীন, দু আঁখি জাগে প্রাণহীন,স্পন্দন ক্ষীণ…. অকাল শ্রাবণের কাটলো এ রাতও যেমন কেটেছিলো গত শ্রাবণেরও আসলো দুপুর,বৃষ্টি নূপুর মঞ্জির পরি […]
অনিমেষ
অনিমেষ, -বিদিশা বসু আমি মাধবী লতা বলছি,,,তোমার মাধবীলতা।অনেকদিন তোমায় কিছু লিখিনা,,,আজ যেন ইচ্ছেরা একটু উতলা,,,,,আমার মতোই।তোমার নামের মতোই অনিমেষ তুমি আমার কাছে,,,আর আমারও অভ্যেস হয়ে গেছে তোমাকে লতার মতো জড়িয়ে থাকার, অভ্যেস বলো,,,ইচ্ছে বলো,,,আর লতিয়ে থাকার স্বভাই বলো,,,,,। তোমার মনে পড়ে,,,এই তো সেদিন কেমন তরতর করে তোমাকে জড়িয়ে উঠে গেছিলাম চারতলার, ছাদটায়,,,,,,তোমার সময় অসময়ের […]
জানবে ভালোবাসি
জানবে ভালোবাসি -বিদিশা বসু চৈত্রের জ্বালাধরা কোনো তপ্ত দুপুরে, যদি দেখো কোনো ছায়াশীতল বৃক্ষতল ভূমি,,,, জানবে ভালোবাসি,,, কোনো অলস দুপুরে ভাবনার খামখেয়ালে অবহেলে যদি চোখে পড়ে ঘোড়ানিম গাছের পাতাগুলি করছে লুকোচুরি রোদ্দুরে আবডালে জানবে ভালোবাসি,,, ঘনিয়ে ওঠা হঠাত কালবৈশাখীর উন্মও দাপটে উপড়ে যাওয়া মহীরুহ যদি দেখো জানবে ভালোবাসি,,,, কালো মেঘের ঘনঘটায় […]