প্রেমের অঞ্জলি-ভাস্কর বোস ‘অনামিকা’অনুভব কতটা তীব্র হোলে-প্রেম স্বর্গীয় অনুভবে আসে?কুঞ্জবীথির লতাগুল্মের মধ্যে দিয়ে হেঁটে এসে,পুষ্করিণীর দিকে দৃষ্টি গেলে,-তোমার স্নানরতা দেহ চোখে ভাসে।।পদতলে শুষ্ক পাতার খসখস শব্দ গুঞ্জরন তোলে।ফিসফিস সেই ধ্বনি প্রতিধ্বনিত হয় বাতাসে।আমার কনীনিকা থেকে আলো বয়ে-নয়ন বিদ্ধ করে তোমার দেহসৌষ্ঠবকে।তোমার জল চলকানোর ঢেউয়ে-তরঙ্গ যখন এপারে এসে ঠেকে,পরিষ্কার বুঝতে পারি, তা আমাকে-তোমার স্পর্শ দিয়ে অগাধ […]