ছুটি

ছুটি -মাধবী বন্ধু তোমায় দিলাম আজকে ছুটি নীল আকাশে ভাসিয়ে মেঘের ভেলা, সকল বাঁধন ছিন্ন করে জুটি স্বপ্নের সব নিত্য নতুন খেলা।। ওই যে দেখো পাহাড় বাড়ায় হাত “বন্ধু হবে?” দিচ্ছে তোমায় ডাক মুক্ত করো নিজেকে দাও মেলে, রামধনু রং ছড়িয়ে পায়ের তলে ভালোবাসার আবেশটুকু থাক।। আমার দেখা তোমার দু চোখ দিয়ে ব্যস্ত শহর ব্যস্ত […]

“ছিন্ন ভেলা”

“ছিন্ন ভেলা” -মাধবী আজ দেখেছি তোমার চোখে বিরক্তির বিস্ফোরণ…. প্রখর শব্দ বাণে ছিন্ন ভিন্ন করছিলে আমার হৃদয়।। রক্তাক্ত হচ্ছিল আমার ভালোবাসার প্রবল আবেগ, ভেসে যাচ্ছিল স্বপ্নের ছিন্ন তরণী।। কি দোষ ছিল সেই ছোট্ট জিজ্ঞাসায়? কথার মায়া জালে যখন স্বপ্নেরা নিজেদের সাজিয়ে তুলছিল, গড়েছিল নিজেদের স্বর্গ রাজ্য, অবুঝ মন বোঝেনি তখন এ শুধুই মায়া।। এক অদৃশ্য […]