-
কবিতা- একটি অর্থহীন কবিতা
একটি অর্থহীন কবিতা
– রঞ্জনা সেনগুপ্তমেয়ে একাই চলল নাইতে দীঘিতে;
একে বর্ষায় টইটুম্বুর, তায় জানা নেই সাঁতার ;
সাহস মন্দ নয়! ঐদিকে কোকিল উঠল ডেকে, “কু-উ-উ-উ”!
দাওয়ায় বসে পান্তাবুড়ি, পান্তা মেখে মহাসুখে গিলছে।
বলি, ঘরের কাজগুলি সব সারবে কে!
ঘরের এক কোণে বসে জীবন আপনমনে লিখে চলেছে উপন্যাস।
কি জানি, কি যে সব সাপ-ব্যাঙ লিখতে থাকে!
ঐদিকে টেঁপা-টেঁপি পাঁচিলের আড়ালে,
ঠোঁটের উপর ঠোঁটের কবিতা লিখতে ব্যস্ত!
আরে রোসো রোসো;
দিন চলে যায় দিনের মত, রাতও যায় চলে;
এদিকে যে যার নিজের তালেই মগন!
চলতে থাকে উপন্যাস, ঠিক যেমনটি চলছিল… -
কবিতা- কথা ছিল…
কথা ছিল…
-রঞ্জনা সেনগুপ্তকথা ছিল, সবাই কথা দিয়েছিলাম;
আনিল, বিমল, মধুরা কথা রাখেনি;
বাকিরা রাখতে পারেনি কথা।
কথা ছিল, আমরা দেশের কথা ভাবব,
দশের কথা ভাবব।
কেউ রাখেনি কথা;
অথচ সব্বাই কথা দিয়েছিল সেদিন।
সেদিনকার সেই কলেজ ক্যাম্পাসেই,
কথা দিয়েছিলাম, আমরা সবাই,
নিজেদের কাছে নিজেরাই ছিলাম অঙ্গীকারবদ্ধ –
“যেখানেই থাকি, যে পেশাতেই থাকি,
আমরা ভাবব, ‘দেশের কথা, দশের কথা’…”
কিন্তু রাখিনি কথা কেউ।
আজ এক যুগ পরে,স্মৃতির অতলে,
হাজার হাতড়িয়েও আর পাই না খুঁজে,
সেই কথাগুলি!
সেই সব তরতাজা মুখগুলিও আজ গুম্।
চোখের নীচে পড়ছে কালি।
একের কথা রাখায় আর কি বা আসে যায়!
ভাবছি আমি, ভাবছে হয়তো ওরাও, তাই। -
অনু গল্প- তিয়াসের প্রেমে
তিয়াসের প্রেমে
-রঞ্জনা সেনগুপ্তসকাল থেকেই আকাশ মেঘলা। আকাশেরও বুঝি বা আজ মন খারাপ, রজতের মতোই। গত কয়েকদিনের দমিয়ে রাখা মনখারাপটা যেন আজ আর কোনোভাবেই বাঁধ মানছে না। আজ রাতের ট্রেনেই রওনা হতে হবে কলকাতায়, রুপাই শহরটিকে চিরকালের মতো বিদায় জানিয়ে। শুধু রুপাই নয়, ছাড়তে হবে ওর তিয়াসকে, ওর ভালবাসার,আদরের তিয়াসকে। এই যন্ত্রণাই তো কুরে কুরে খাচ্ছে ওকে। এই রুপাই শহরে বদলি হয়ে আসা অবধি তিয়াসই তো ওর একমাত্র বান্ধবী। এমনিতেই রজত খুবই অন্তর্মুখী স্বভাবের, নিজের প্রয়োজনের কথাও কম বলে; তার উপরে এই শহরটিও ভীষণ শান্ত, লোকজনের বাস কম-ই। অফিস থেকে ফেরার পর তিয়াস ছাড়া আর কেউই তেমন নেই রজতের সঙ্গে কথা বলার জন্য। এই সুন্দর ছবির মতো শহরটির আরও অনেক অনেক সুন্দর রূপসী নদী তিয়াস। নামটা শুনে ভেবেছিল ‘নদ’, কিন্তু ওকে দেখেই বুঝেছিল “এ নদী না হয়ে যায় না! এতো রূপ কোন পুরুষের হতে পারে না!” প্রথম দেখাতেই প্রেম। আর তারপরে এমন কোন দিন যায়নি যেদিন কি না রজত যায়নি ওর প্রেমিকার কাছে। তিয়াসের পাশে বসে থেকেছে ঘণ্টার পর ঘণ্টা, বিভোর হয়ে দেখেছে ওকে, ওকে ছুঁয়েছে, ওতে মাতাল হয়েছে। ওর রূপে কেমন যেন এক অদ্ভুত নেশা আছে; চোখে স্বপ্ন এঁকে দেয়, আর মনে ধরিয়ে দেয় জ্বালা! ওর পাশে বসে, ওকে ছুঁয়ে রজত বলতে থাকে, ওর সারাদিনের খুঁটিনাটি ঘটনার কথা, ওর বাড়ির কথা, ওর অতীতের কথা আর ভবিষ্যতের স্বপ্নের কথা। তিয়াস কখনও নিজের শরীরে দোলা দিয়ে সাড়া দেয়, আবার কখনও বা চুপচাপ শোনে। আজ ওর তিয়াসের কাছে বিদায় নেওয়ার পালা। শেষবারের মতো তিয়াসকে ছুঁতে চাইল রজত, নেমে পড়ল ওর বুকে। হঠাতই তিয়াস অস্থির হয়ে উঠল। রজত উঠতে চাইল পারে, কিন্তু পারল না। কে যেন আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরল ওকে! তিয়াস আজ কিছুতেই ওর প্রেমিককে চলে যেতে দেবে না। ধীরে ধীরে রজতকে ও শরীরের ভিতরে প্রবেশ করাল পরম সুখে। ওকে রেখে নিল চিরদিনের জন্য, নিজের গভীরে, পরম তৃপ্তিতে। রজত শুধুই ওর, ওকে ছেড়ে কারও কাছে, কোনদিনও যেতে দেবে না তাকে; যদি মরণ দিয়ে বাঁধতে হয় তার প্রেমিককে, তবে তাই সই!