অণু কবিতা- স্নিগ্ধ

স্নিগ্ধ– রাজশ্রী রাহা চক্রবর্তী     সমুদ্র শান্ততবু উন্মাদ গভীর ভালবাসায়স্নিগ্ধ সমাহিততবুও উচ্ছাসে ভেঙে পড়েকিসের আশায়। গভীর অরণ্য যদিশান্ত থাকে নিভৃত স্বপনেঅনন্ত শান্তি তারজেগে ওঠে পাখির কুজনে। তেমনি শান্ত থাকঅস্ফুট কিছু আকুলতাকখনো তুমুল ঝড়েভাঙবেই তার নীরবতা।

কবিতা- স্বপ্ন

স্বপ্ন-রাজশ্রী রাহা চক্রবর্তী     মধ্য রাত্রি গতগভীর নিশুতি চারিপাশরাতচরা পাখিদেরনিঃশব্দ ডানার অনুভবআরও বেশি নিস্তব্ধআরও বেশি গভীর আবহগড়ে তোলে । ঘুমের গহন রাজ্যেস্বপ্নের মৃদু আনাগোনাসেই সব ছবিকখনো দেখেছি , কোথাওস্মৃতির অতলে দিয়ে পাড়িঅথবা কখনো তাকেবইতেও দেখিনি কখনো বেলুনের হাওয়া গাড়ি চড়েভেসে যাই দূর অজানায়মেঘেদের সাথে ভাব করেদেখি এক পাহাড় চূড়ায়বুনো হাঁস একা একা একডানা ঝাপটায় […]

কবিতা- গাছের আর্তি

গাছের আর্তি-রাজশ্রী রাহা চক্রবর্তী     মাঝে মাঝে দেখি ভাঙা বাড়িটারফাঁক দিয়ে যেন উঁকি মারে কেউসবুজ পাতার লাজুক হাসিতেঝিলমিল করে আলো ছায়া ঢেউবলছে যেন সে আগামীকে ডেকেআমিও তৈরি শিকড়ের জোরে ।আরো প্রাণ যদি দাও গো আমাকেজল এনে দেব অঞ্জলি ভরে ।আকাশ বাতাস জল দেয় আমায়পাতালের জল শিকড়ে টানেসেই টানে জল আসবেই উঠেনদী সরোবরে তোমাদের পানেবাঁচাও […]

কবিতা- আজও এলে না

আজও এলে না– রাজশ্রী রাহা চক্রবর্তী   তুমি বলেছিলে আসবে।বসেছিলাম তোমার পথ চেয়েকত দিন, কত রাত …একদিন শনশন করে বাতাস বয়ে গেলআমি তখন নির্জনে একাকিনীমাঝে মাঝে দু একটা পাখি ডেকে উঠছে।যেন বলছে, আমরাও আছি, তুমি একা নওআমি ভাবি, শুধু ভাবি , তুমি আসবেই …আবার একদিন,দখিনা বাতাস ভেসে এল,ফুলের সুবাসে পেলাম তোমার আমন্ত্রণ,চমকে উঠলাম আমি ,ত্রস্ত […]

স্বপ্ন

স্বপ্ন -রাজশ্রী রাহা চক্রবর্তী     স্বপ্ন অচিন পারাবার কী জানি কখন কোনও অজানা জগৎ থেকে এনে দেয় মনের গহীনে স্বপ্নের ছবিগুলো আঁকা হয় স্বপ্নেরই মাঝে গল্পের মতো গল্প সে কোনদিন হয় না তো শেষ চোখ মেলে চেয়ে দেখি সবই আগের মতো স্বপ্ন যে শুধুই বিশেষ ভালো লাগা কথাগুলো ভয় পাওয়া ভাবনারা ফিরে আসে স্বপ্নের […]