-
অণু কবিতা- স্নিগ্ধ
স্নিগ্ধ
– রাজশ্রী রাহা চক্রবর্তীসমুদ্র শান্ত
তবু উন্মাদ গভীর ভালবাসায়
স্নিগ্ধ সমাহিত
তবুও উচ্ছাসে ভেঙে পড়ে
কিসের আশায়।গভীর অরণ্য যদি
শান্ত থাকে নিভৃত স্বপনে
অনন্ত শান্তি তার
জেগে ওঠে পাখির কুজনে।তেমনি শান্ত থাক
অস্ফুট কিছু আকুলতা
কখনো তুমুল ঝড়ে
ভাঙবেই তার নীরবতা। -
কবিতা- স্বপ্ন
স্বপ্ন
-রাজশ্রী রাহা চক্রবর্তীমধ্য রাত্রি গত
গভীর নিশুতি চারিপাশ
রাতচরা পাখিদের
নিঃশব্দ ডানার অনুভব
আরও বেশি নিস্তব্ধ
আরও বেশি গভীর আবহ
গড়ে তোলে ।ঘুমের গহন রাজ্যে
স্বপ্নের মৃদু আনাগোনা
সেই সব ছবি
কখনো দেখেছি , কোথাও
স্মৃতির অতলে দিয়ে পাড়ি
অথবা কখনো তাকে
বইতেও দেখিনি কখনোবেলুনের হাওয়া গাড়ি চড়ে
ভেসে যাই দূর অজানায়
মেঘেদের সাথে ভাব করে
দেখি এক পাহাড় চূড়ায়
বুনো হাঁস একা একা এক
ডানা ঝাপটায়বহুদূর দূর সেই পথ
সাথী সেই বুনো হাঁস আজ
বেলুনের হাওয়া গাড়ি ওড়ে
তাতে আজ সওয়ারি দুজনএইভাবে হয়ে যাই পার
কত পথ ,কত মাঠ বনভেসে যাই
আরও ভেসে যাই
দূর আরও দূরহয়তো বা কোনদিন
দেখা হবে দূর অন্তরীক্ষে -
কবিতা- গাছের আর্তি
গাছের আর্তি
-রাজশ্রী রাহা চক্রবর্তীমাঝে মাঝে দেখি ভাঙা বাড়িটার
ফাঁক দিয়ে যেন উঁকি মারে কেউ
সবুজ পাতার লাজুক হাসিতে
ঝিলমিল করে আলো ছায়া ঢেউ
বলছে যেন সে আগামীকে ডেকে
আমিও তৈরি শিকড়ের জোরে ।
আরো প্রাণ যদি দাও গো আমাকে
জল এনে দেব অঞ্জলি ভরে ।
আকাশ বাতাস জল দেয় আমায়
পাতালের জল শিকড়ে টানে
সেই টানে জল আসবেই উঠে
নদী সরোবরে তোমাদের পানে
বাঁচাও আমায় , বাঁচাও বন্ধু
ভালো হবে তাতে জীবন সবার
যতখানি মাথা তুলবো আকাশে
ততটাই যাবে শিকড় আমার ।
জলভারে নত পুঞ্জিত মেঘ
অভিমানী মুখ ফিরিয়েছে নাকি
তাকে হাসিমুখে আহ্বান কর
পুরিয়ে সে দেবে যতকিছু বাকি
দেখবে তখন ভিজবে যে মাটি
থাকবে না আর ফুটিফাটা স্থল
সবুজে সবুজে ভরে যাবে দিক
এনে দেব দেখ অবিরাম জল । -
কবিতা- আজও এলে না
আজও এলে না
– রাজশ্রী রাহা চক্রবর্তীতুমি বলেছিলে আসবে।
বসেছিলাম তোমার পথ চেয়ে
কত দিন, কত রাত …
একদিন শনশন করে বাতাস বয়ে গেল
আমি তখন নির্জনে একাকিনী
মাঝে মাঝে দু একটা পাখি ডেকে উঠছে।
যেন বলছে, আমরাও আছি, তুমি একা নও
আমি ভাবি, শুধু ভাবি , তুমি আসবেই …
আবার একদিন,
দখিনা বাতাস ভেসে এল,
ফুলের সুবাসে পেলাম তোমার আমন্ত্রণ,
চমকে উঠলাম আমি ,
ত্রস্ত পায়ে পেরিয়ে এলাম অনেকখানি পথ —
পাখির ডাক, পথের কাঁকর কিছুই হল না বাধা
কিন্তু, তুমি কোথায়?
আজও এলে না …. -
স্বপ্ন
স্বপ্ন
-রাজশ্রী রাহা চক্রবর্তীস্বপ্ন অচিন পারাবার
কী জানি কখন
কোনও অজানা জগৎ থেকে
এনে দেয় মনের গহীনেস্বপ্নের ছবিগুলো আঁকা হয়
স্বপ্নেরই মাঝে
গল্পের মতোগল্প সে কোনদিন হয় না তো শেষ
চোখ মেলে চেয়ে দেখি
সবই আগের মতো
স্বপ্ন যে শুধুই বিশেষভালো লাগা কথাগুলো
ভয় পাওয়া ভাবনারা
ফিরে আসে স্বপ্নের অবয়বেমনকে জানিয়ে দেয়
আর কতদূর যেতে হবে
কত পথ হবে যে পেরোতে .