একাকী

একাকী -শরদিন্দু     রৌদ্রজ্বল দিগন্ত বিস্তৃত মাঠতারই এক পাশে,রয়েছে একটি ছোট্ট কুঠিরএকাকী রয়েছি আমি বসে। সারাটা দিন কাটে আমারসরিষা খেতের পশে,স্বপ্ন গুলো বাসা বাঁধেতৃণ ভূমির ওই ঘাসে। কে বলেছে একা আমিসাথ দিয়েছেসরিষা ক্ষেতের ওই ফুল,সারাটাদিন মাথা দুলিয়েবলতে থাকেএকাকীত্ব টাই যে ভুল। মৌন থাকা গাছ গুলিকেশোনাই আমার কথা,সারাটাদিন বলতে থাকিজমে থাকা সব ব্যাথা। হটাৎ দেখি […]

ক্ষুধার্ত

ক্ষুধার্ত-শরদিন্দু মন্ডল     রেল লাইনের উপর রয়েছে পড়েআধখাওয়া একটি রুটি,স্বযত্নে খাচ্ছে ওটিবস্তির ওই ছেলে দুটি। ক্ষুধার্ত চোখে, স্নেহের সাথেতবু রেখে দিলো একটুকরোস্বযত্নে পকেটে ভরে,বাড়িতে রয়েছে একাস্নেহাতুর ছোট বোন ওরেতারও রয়েছে খিদের জ্বালা,যতটুকু পারে দেয় তাকেক্ষুধার্ত ওই পেট ভরে। সারাদিন চেয়ে থাকেকরুণ লোলুপ দৃষ্টিতেস্টেশনের ওই দোকানেখেতে ব্যাস্ত লোকগুলির পাতে।যদি……পারে তাদের দৃষ্টি ছুঁতে। রয়েছে কত রাজা […]