ফিরে এসো

ফিরে এসো -শিবশঙ্কর মণ্ডল     ব্যস্ততার চরম উষ্ণায়নে দগ্ধ শাল পিয়ালের ছায়ায় বসে বিজন অরণ্যের সেই সাধের অমরাবতীতে কত খুঁজেছি তোমায়। অনুক্ষণ বুনো মউলের ঘ্রাণে; ক্ষুধার্ত নেকড়ের চোখে হৃদয় রক্ত মাংসের গন্ধে অথবা বুভুক্ষা পেঁচার চকিত চাহনিতে,ধূসর অন্ধকারে। এখনো যার মনের ছোঁয়ায় ঘুমাবৃত স্বপ্নেরা খোঁজে ভালবাসা; চাহিদার স্ফুটনাঙ্ক ছুঁয়ে হৃদয় মরুতে ফোটে প্রেমের পারিজাত…. […]

কৃষ্ণচূড়ার পথ ধরে

কৃষ্ণচূড়ার পথ ধরে -শিবশঙ্কর মণ্ডল     চোরকাঁটা বিদ্ধ হলুদ শাড়ীর কামরাঙা আঁচল পেতে সবুজ ঘাসের উপর ঘুমিয়ে সোনালি রোদ্দুর স্বপ্ন দেখে নিরবচ্ছিন্ন অঘ্রাণ হিম রাত তার বুকে ঢেলে দেবে বরফের স্তূপ। সাগরের ঢেউ এনে বসন্ত কোকিল চৈতালি বিকেল আরক্ত সূর্যের আভায় নখ চিরে অতি সাবধানে রক্তের স্পন্দনে গেয়ে যাবে চির নূতন বসন্ত গান। দূর […]