প্রবন্ধ- মূল্যবোধের অবক্ষয়

।। অমরনাথ স্মৃতি সাহিত্য পুরস্কার ।।   মূল্যবোধের অবক্ষয়-শিলাবৃষ্টি     আজকে বড়ই লজ্জার বিষয় এটাই যে — বর্তমান যুবসমাজের নৈতিক মূল্যবোধহীনতা!যে মানুষের মধ্যে আছে অনন্ত সম্ভাবনা,যা দিয়ে মানুষ পারে একটা স্বর্গ রচনা করতে– সেই মানুষই মনুষ্যত্বহীনতায়,মানহীনতায় ,হুঁসহীন হয়ে করছে একের পর এক জঘন্য অপরাধ।পশুর সাথে সমাজের মুষ্টিমেয় কিছু মানুষের আজ পার্থক্য কোথায়? লোভ তাদের […]

কবিতা- নবান্নে হও সাথী

নবান্নে হও সাথী-শিলাবৃষ্টি     বঙ্গের এই রঙ্গশালায়নটরাজের নাচন…ছয়টি কালের আসা যাওয়ামনের মাঝে মাতন।ঢাকের বাদ্যি ,শিউলি শালুকশরৎ সুবাস শেষে,বৈরাগিনী হেমন্তিকাআসলো মৃদু হেসে।হিমেল আবরণে আজিঘোমটা খানি টেনে —দুহাত ভরে দিয়েই গেলেস্ব- স্নিগ্ধ নয়নে।খেটে মরে চাষা সারা দিনভরবারোমাস জলেরোদে,মুখের আহার জোগায় তাহারা-মেটায় পেটের খিদে।হেমন্তে আসি উৎসবে মাতেহাতে হাতে ধান কাটে,স্বর্ণ ফসলে ভরে দেয় গোলাআনন্দ মাঠে বাটে।আঙিনার মাঝে […]

গল্প- রং মাখা মানুষ

রং মাখা মানুষ-শিলাবৃষ্টি     অফিস থেকে ফিরতে আজ একটু দেরি হয়ে গেছে অমলের । মেয়েটা সারাদিন বাবার পথ চেয়ে বসে থাকে । এলেই ব্যাগ হাতড়ায় – তার জন্য কি এনেছে পাপা।আজ কিন্তু পরিবেশটা একদম অন্যরকম। বৌ এর মুখটা বাংলার পাঁচ । মেয়েকে দাবড়ানি দিয়ে বসিয়ে রেখেছে পড়াতে । সেও ভয়ে ভয়ে রয়েছে । অমল […]

কবিতা- ইচ্ছে আমার

ইচ্ছে আমার– শিলাবৃষ্টি     ইচ্ছে আমার আকাশ হবোইচ্ছে -হবো বাতাস …পাখনা মেলে ইচ্ছে ওড়েএপাশ থেকে ওপাশ। এমন যদি হয় তবে ভাইভীষণ মজা হবে ,রামধনু রং আকাশখানাহাতের মুঠোয় রবে। যেথায় খুশী উড়ব আমিমেলে রঙিন ডানা,প্রজাপতি হবো আমিহবো পাখির ছানা । রাতের বেলায় জোনাক হয়েজ্বেলে দেব আলো…অন্ধকারে আলোর ছোঁয়ায়বাসবে সবাই ভালো। এমন যদি সত্যিই হয় …নিকষ […]

কবিতা- জন্মান্তর

জন্মান্তর– শিলাবৃষ্টি     বারংবার আঘাত হেনেছ তুমি…টলমল শব্দে তবু ভেঙে পড়িনি আমি।কতবার হয়েছি স্তম্ভিতহয়েছি বাক রোহিত ……ভাবিনি কখনো এও হতে পারেজীবনে আবার!ভাবিনি নিঃশব্দে ইমারত গড়বো তোমার!বারবার হয়েছি মিথ্যের মুখোমুখি…কতবার খুলেছি তোমার রঙিন মুখোশ!তবু পারিনি চলে যেতে।সবই জেনে হায় সবই বুঝেওতোমার করুণার স্পর্শখানি চেয়েদিয়েছি হাত পেতে।ক্ষণে ক্ষণে প্রশ্ন জাগে হৃদয় কোণেভালোবাসা’র স্বরূপ তবে কি?উত্তর পেয়েছি […]

গল্প- নূপুরের শব্দ

নূপুরের শব্দশিলাবৃষ্টি     সুনীতি দেবীর আজ আর মনে পড়েনা কবে থেকে তিনি কলম ধরেছেন ! প্রথমে কবিতা লিখতেন ,কবিতার বেশ কয়েকটা বইও নিজে শখ করে তখন প্রকাশ করেছিলেন । পরের দিকে গল্প লেখায় মেতে উঠলেন। সে সব অনেক কাল আগের কথা । একটু একটু করে তাঁর নাম ছড়িয়ে পড়েছে । পাঠক মহল অপেক্ষায় থাকে […]

কবিতা- শরতের স্মৃতি

শরতের স্মৃতি– শিলাবৃষ্টি     অঙ্গণে আজ মা দুর্গাখুশির ছোঁয়া মনে,শিশির ভেজা স্বপ্নগুলোলুকায় মনের কোণে।তোমার আশায় আকুল আঁখিনীরব অশ্রু ঝরায়চেয়ে চেয়ে পথের পানেসে বুঝি আজ ঘুমায়!মনে পড়ে,সেদিনের সেইমিষ্টি বিকেল বেলা?সোনাঝরা রোদের দুপুরলুকোচুরির খেলা?গানে গানে পথ চলা সেই………দিন গুলো আজ কোথায়!আজকে সবই স্বপ্ন শেযেবাস্তবের এই পাতায়।ঘাসের ওপর শিশির বিন্দুগুনতে বসি আজও-তুমি ছাড়াই দিনগুলো যায়হয় না কোনো […]

কবিতা- আমিই সেই দশভুজা

আমিই সেই দশভুজা-শিলাবৃষ্টি     নারী হয়ে জন্ম আমার,কিন্তু ধরি শক্তি অপার…সেটাই আমার অহংকার,ঘোচাতে চাই অন্ধকার। মাতৃ স্নেহ আমার বুকে,ভগ্নি আদর আমার মুখে,প্রেমের ধারায় সিক্ত হিয়া,প্রেমিক হৃদে জ্বালাই দিয়া।পরকে আপন আমিই করি,মিষ্টি কথায় হৃদয় হরি। ঢাল তলোয়ার ঝাঁসির রাণীস্বাধীনতায় মাতঙ্গিনী —আমিই আবার বীণাপাণি,ব্রতকথায় লক্ষ্মী মানি।আলতা সিঁদুর বরণডালা…স্বয়ম্বরে পরাই মালা। ঘোমটা মাথে আলের ধারে …কলসী কাঁখে […]

কবিতা- আবাহন

আবাহন-শিলাবৃষ্টি     পেঁজা তুলো মেঘে আকাশ গিয়েছে ছেয়েবৃষ্টিদানারা তবু টুপটাপ ঝরে,হলুদবসনা কন্যারা ওঠে সেজেবরণের ডালা প্রস্তুত ঘরে ঘরে। নদীতটে সাদা কাশফুল মাথা নাড়েখেয়া বেয়ে আসে ওপারের মাঝি-মাল্লাপানকৌড়িরা ছোট্ট ডানায় ওড়েরোদ বৃষ্টির কোনটা যে দেয় পাল্লা ! ভোরের শিশির ঘাসের আগায় ব’সেমাথা নেড়ে নেড়ে জানায় সুপ্রভাত !সূয্যি মামার সোনালী আলোর ছোঁয়ায়কালো মেঘ বুঝি হয়েছে যে […]

কবিতা- ক্ষত

ক্ষত-শিলাবৃষ্টি     জগদদ্ল পাথর দেখেছ কেউ!দেখেছ রাতের অন্ধকার?দেখেছ কি কোনো নির্জনতায় ঘেরা দ্বীপ?দেখেছ ধূ ধূ জনহীন মরুভূমি?দেখেছ কি প্রলয়ের সেই আতঙ্ক! আমি কিন্তু দেখেছি এর সব কটাই।অনুভব করেছি তিলে তিলে যন্ত্রণা।প্রতিনিয়ত শুনেছি মৃত্যুর হাতছানি।কাছের মানুষদের অবহেলায় অপমানেহয়েছি ছিন্নভিন্ন।ভালোবাসার মানুষগুলোকে স্বার্থপরের মতো চলে যেতে দেখেছি।আজ তাই জীবনের কোনো মানে খুঁজে পাই না।পাইনা বাঁচার রসদ।