বৃথা জীবন -সঞ্জয় রায় একা ছিল পথ চলা হাজার ভীড়ের মাঝে, এসেছিল স্বপ্ন যত রঙ বে-রঙ এর সাঝে। তরী তরী স্বপ্ন ভরা দূরে প্রান্তরে, গুনগুন কত সুর বাজে অন্তরে। স্বপ্নের ভেলা আসে, করে আহরণ, শুধু শুধু পথ চাওয়া বৃথা জীবন। একে একে ফেলে আসা পুরোনো দিন আজ, অকাজেই স্মৃতিচারণ কালকের ইতিহাস। সেই দিন […]