-
বৃথা জীবন
বৃথা জীবন
-সঞ্জয় রায়একা ছিল পথ চলা হাজার ভীড়ের মাঝে,
এসেছিল স্বপ্ন যত রঙ বে-রঙ এর সাঝে।
তরী তরী স্বপ্ন ভরা দূরে প্রান্তরে,
গুনগুন কত সুর বাজে অন্তরে।
স্বপ্নের ভেলা আসে, করে আহরণ,
শুধু শুধু পথ চাওয়া বৃথা জীবন।একে একে ফেলে আসা পুরোনো দিন আজ,
অকাজেই স্মৃতিচারণ কালকের ইতিহাস।
সেই দিন সেই ক্ষণ নূতন আবেগ নিয়ে,
এসেছিল স্বপ্ন নূতন আশা দিয়ে।
নির্ঘুম আজ রাত সব যেন অকারণ,
চেয়ে দেখি ছিল সব বৃথা জীবন।কি ছিল সেই দিন? আবেগ আর আশা।
কষ্টেই দিন গেল! তবু নিরাশা।
লক্ষ্যের দিকে চেয়ে কত অজুহাত,
সহ্যের অন্তহীন ছিল শত অপবাদ।
আজ তবে বিপাকে পরে কেন মন?
একি তবে ছিল আমার বৃথা জীবন।বিশ্বাস বিধানে ভরসা তাতে ছিল ভরা,
ভগ্ন যারা করেছিল, তবু কেন সুখে ওরা?
যার কাছে যে ভুল, ভরসা অবিরল!
ওরাই মারছে হানা, করছে কলহল।
সয়ে যায় সেই জন নিস্পাপ যার মন,
কিসের সেই ফলভোগ? কেনই-বৃথা জীবন? -
বিরহের দিন
বিরহের দিন
-সঞ্জয় রায়
বিরহের দিন যেন সব নিরাশায়
কেটে যায় একা একা শুধু হতাশায় ।
কত স্মৃতি, কত ব্যাথা নির্ঘুম রাতে,
কেটে যায় দিন, রাত বিরহের সাথে।হঠাৎ করেই শেষে এলো বর্ষা,
নিস্তব্ধ আমি, নেই ভরসা।
বিচ্ছিন্ন মেঘ সারি সারি আকাশে,
হারিয়েছে অনুভূতি স্পর্শ বাতাসে।সেই কথা, সেই প্রেম আজ শুধু অভিমান
তিল তিল করে সাজানো স্বপ্নের অবসান।
পথ হারা পথিকের পথ চেয়ে প্রান্তরে
গুনগুন বিরহের সুর বাজে অন্তরে।আকাশের দিকে তাকিয়ে উদাসীন
একি শুরু হল মনে বিরহের দিন।
ঘনীভূত মেঘ কেন অবিরত গর্জীণ?
কষ্টরা অন্তহীন, বিরহের দিন।