গত বসন্তের ফুল

গত বসন্তের ফুল -সন্তোষী নস্কর   সুপ্ত মনের, দমবন্ধ আমার কবিতার গান ছেঁড়া তারের আমার গিটার… তাতে দিতে পারেনি প্রাণ । আমার অসুস্থ মন,আর মৃৃতপ্রায় খাতা.. গত বসন্তের ফুলখানি, তাতে রেখেছি দিয়ে চাপা । রঙহীন, বর্ণহীন , গুড়ো-গুড়ো অবশেষ ! দক্ষিণের খোলা জানালা খানি … এখনো খোলা আছে বেশ মিঠে আলো, চড়া রোদ এখনো করে […]