• কবিতা

    গত বসন্তের ফুল

    গত বসন্তের ফুল

    -সন্তোষী নস্কর

     

    সুপ্ত মনের,
    দমবন্ধ আমার কবিতার গান
    ছেঁড়া তারের আমার গিটার…
    তাতে দিতে পারেনি প্রাণ ।
    আমার অসুস্থ মন,আর মৃৃতপ্রায় খাতা..
    গত বসন্তের ফুলখানি,
    তাতে রেখেছি দিয়ে চাপা ।
    রঙহীন, বর্ণহীন , গুড়ো-গুড়ো অবশেষ !
    দক্ষিণের খোলা জানালা খানি …
    এখনো খোলা আছে বেশ
    মিঠে আলো, চড়া রোদ
    এখনো করে আসা যাওয়া
    গিটারের তার , জোড়া লাগানো যেতে পারে!
    মনের তার জুড়তে যত বাধাঁ ।
    আমার অসুস্থ মন, আর মৃতপ্রায় খাতা…
    গত বসন্তের ফুলখানি …
    রক্ত-মাংস-মস্তিষ্কের ভারে
    এখনো রাখা আছে চাপা ।

You cannot copy content of this page