• কবিতা

    অবসর

    অবসর
    -সুদীপ সিনহা

     

    প্রতিদিন প্রতিক্ষণ-
    আকাশে বাতাসে, করিনু প্রকাশ,
    স্বপন সঞ্চারণ।
    তিলে তিলে গড়া ,জীবন আমার–
    বুকভরা কত আশা।
    না বলা কত না ভাষা।
    দুচোখের যত আকুল বাসনা,
    হৃদয়ের যত নেশা।
    নিমেষে হারায় ফিরে তো আসেনা,
    তবু এত অভিলাষা,
    না পাওয়া সে ভালোবাসা।
    দুরন্ত গতি ,সবেতে লুব্ধ ,
    ক্ষুব্দ চেতনা শোনেনা।
    এত বাসনার মৃত্যুতে গতি,
    স্বপ্নেরা সুর বোনেনা।
    হঠাৎ কখন ওঠে ওঠে, ঝড়-
    দেহে আর প্রাণে যত হুল্লোড়।
    অসীম নিয়তি,পাকায় ভ্রূকুটি,
    মৃত্যুতে খোঁজে অবসর।
    তাকায় বিশ্ব চরাচর।

  • কবিতা

    আমিতো চেয়েছি

    আমিতো চেয়েছি
    -সুদীপ সিনহা

     

    আমিতো চেয়েছি বাঁচতে খানিক, একলা
    আজ তবু কেন এত হানাহানি,
    ব্যার্থ আমার দিবস রজনী,
    সূর্য উদয়ে বিষণ্নতার,নিরাশার মেঘে মেঘলা।

    আমি তো চেয়েছি,ভরবে পৃথিবী সবুজে,
    তবু অনাচার এখানে,
    হানাহানি গান ,স্লোগানে,
    মিথ্যে পৃথিবী ,ভরেছে অনেক অবুঝে।

    আমিতো চেয়েছি,রচে যাবো গান শ্যামলের,
    কেন এ হতাশা,কেন এ ক্লান্তি,
    কেন অমানিশা ,কেন এ ভ্রান্তি,
    মিথ্যে জীবনে,হিসাব কড়ি ও কোমলে।

    কবে হবে প্রভু নতুন স্বর্গ রচনা,
    নতুন চেতনা সুরেতে,
    নয়কো সেদিন দুরেতে,
    আসিবে মানব,প্রিয়সুখকুললোচনা।

You cannot copy content of this page