-
এই বেশ ভালো আছি
-সুধাশ্রী মণ্ডল
প্রতিবার গভীর রাতে যখন বারংবার বুকের
সমুদ্রে সেই উথালপাতাল ঝড়টা ওঠে,
তোমায় আকুল ভালোবাসার তুমুল নেশায়
ঘুমের চাদর সরিয়ে আমার চোখ দুটো তবুও
জেগে থাকে আজও তোমার স্বপ্নের ছায়াপথে
সফর সঙ্গী হবে বলে;
আলোর জানালা দিয়ে উঁকি দেয় দ্বিতীয়ার চাঁদ; প্রতিবার বারংবার সেই ঝড়টা ওঠে
সর্বস্ব তছনছ করে চলে যায় ….
মিথ্যে করেও যদি ভালোবাসতে!
শেষ যাত্রার আগে শুধু দুচোখ ভরে
একটিবার দেখতেই তো চেয়েছিলাম;
তারপর ঠিক চলে যেতাম পরপারে,
পরম নিশ্চিতে ….
এখন তো আমার দুচোখ ভিজিয়ে দেয়
শুধু শ্রাবণ ধারা নয়!
আসন্ন হেমন্তের ঘনঘোর কুয়াশায়!
তুমি তো আমার অন্তরের অন্তঃস্থলের
খোলা জানালা ….
আমৃত্যু তোমার ভালোবাসার প্রতীক্ষার পাহাড়ে
শুধু দুঃখ জমাই ….
তোমার বিরহে তো শুধু কাঁদতেই জানি প্রিয়
কাঁদতেই পারি
আর তুমি ? কাঁদাতে!
এই তো বেশ ভালো আছি …..
-
দুচোখের বৃষ্টিতে ভিজে ভিজে
-সুধাশ্রী মণ্ডল
আষাঢ়ে মেঘ কাজল ঘন
আমার আকাশ মৌন মুখর
প্রথম ফোঁটার গান টাপুর টুপুর
ভেজালো চোখ বিষাদ বিধুর !
ঝোড়ো হাওয়ার ছন্দ বুকে
সোঁদা মাটির গন্ধ সুখে
শ্রাবণ স্নিগ্ধ রজনী গন্ধায়
মুগ্ধ চোখও যে বর্ষাস্নাত!
তুমিও কি হায় নিদাঘ প্রহর
আলগোছে মেঘ ছিটে ফোঁটায়
চোখের ছাদে ইচ্ছে বৃষ্টি
আইরিশে মন মুক্তো ঝরাও !!
-
বিষাদ সিন্ধুর অবসান
-সুধাশ্রী মণ্ডল
এবার , সমস্ত দুঃখ কান্নার গন্ধওয়ালা আর্তনাদ
কষ্টের মনখারাপ, মন কেমনকরা মনের ব্যাথা
বিষাদের মন ভালো নেই , ভাঙা মনের হাহাকার ,
মনের অসুখ গুলো সব একত্রে জড়ো করো,
তারপর!
টান মেরে আবর্জনার স্তূপে সব ফেলে দাও !
বিশ্বাসের হাতটাকে শক্ত করে আঁকড়ে ধরো আরো একবার !
মুঠোটা আলগা করো না যেন …
ভয় কিসের?
অবিশ্বাসে তলিয়ে যাওয়ার ভয় ! এখনও ?
সাঁতার জানো তো?
নাও এবার চোখটা বন্ধ কর …
এই দেখ…
জ্যোৎস্নার মেঘে হেমন্তের শিশির ভিজিয়ে,
সাগরের নীলে রাঙিয়ে দুচোখে
স্বপ্নের মায়াজাল বুনে দিলাম তোমার ….
তবে স্বপ্ন দেখো আরো একবার !