-
কবিতা- কালবৈশাখী
কালবৈশাখী
– সুনয়নাবহুদিন দেখা পাইনি তোমার
দেখা পাইনি সেই কালবৈশাখীর যে –
গ্রীষ্মের প্রখর তাপে পরিপূর্ণ হয়ে
শীতল বাতাস বইয়ে দেয়।
যার স্পর্শে শিহরিত হয় সারা শরীর
যার স্পর্শে বেদনা মুক্ত হয়,
মনের ভেতর অজানা বিদ্যুৎ ছলকে উঠে
বিনা মেঘে বৃষ্টিপাত ঘটায় যার স্পর্শে –
তার দেখা পাইনি আমি।
আমি পাইনি সেই গর্জিত মেঘকে খুঁজে
যার গর্জনে চারিদিক কম্পিত হয়,
যার গর্জনে বুক কেঁপে ওঠে।
অঝোরে বৃষ্টি হলে যে আগলে রাখে
আমার ভেঙে যাওয়া জানলা –
আজ সে নেই, নেই সে আমার মনে
যার স্পর্শে আমি বারবার শিহরিত হই
যার গর্জনে আমার বুক কাঁপে,
নেই সে আজ, নেই সেই কালবৈশাখী।। -
কবিতা- জানি তুমি কাছে নেই
জানি তুমি কাছে নেই
– সুনয়নাজানি তুমি কাছে নেই
তবু দূরে থেকেও কাছে পাওয়ার অভিপ্রায়
শেষ কয়েক মুহূর্তের অপেক্ষায় অগুণতি সেই সময়ে –
জানি তুমি আসবে ফিরে ।
সমুদ্রের ঢেউয়ের মতো
অভিমানী হয়ে বার বার চলে গিয়েও
ফিরে আসি আমি, আমার প্রেমে
তোমায় ভাসাবো বলে।
সেই রাতের নেশা ব্যর্থ করে
ভোরের রক্তিমা আলোকে
নব প্রেম উচ্ছাসিত করে স্বপ্ন দেখাও আমায়।
হে প্রেম –
তুমি ধরা দাও, ধরা দাও আমার প্রাণে
যে প্রাণে আমি ভুলেছি আমার বেদনা।
তুমি সেই প্রেম, যার প্রেমে
নিঃশেষিত হয়েছি আমি।।