-
জন্মদিনে শ্রদ্ধাঞ্জলি
জন্মদিনে শ্রদ্ধাঞ্জলি
-সুপ্রিয়া চক্রবর্তীআজ তোমার জন্মদিন নীললোহিত
ভুল বললাম,নীললোহিত তুমি চির অমরকারণ ভালোবাসার কখনও মৃত্যু হয় না
নীরার প্রেমিক হয়ে তুমি রয়ে গেছো হৃদয়েদক্ষিণের খোলা জানলায় বসলেই তোমায়
দেখি নীলাভ অম্বরে নীল হয়ে রয়েছ….ভুবন ডাঙার মেঘলা আকাশে উজ্জ্বল তুমি
অরণ্যের দিনরাত্রি তুমি জ্বলজ্বল করছোতুমি যে ভালোবাসার সুনীল সাগর
তুমি যে প্রেমের বীজ বুনেছ শত নীরার বুকেতুমি যে তিন বার বলেছ “মন ভালো নেই”
সে মন খারাপের ঠিকানা কেবল তুমিই জানোতুমি যে বলেছ,”ভালোবাসি,ভালোবাসি,ভালোবাসি”
আর কজন তোমার মত করে বলতে পেরেছে ভালোবাসি?নীললোহিত তুমি রয়েছে অন্তরে অন্তরে
গভীর ভালোবাসায়,
আজ শত শ্রদ্ধা ভরে ভালোবাসায় তোমায়
শ্রদ্ধাঞ্জলি জানালাম।যেখানেই থাকো ভালো থেকো তুমি।