অসির গর্জন-সুমিতা পয়ড়্যা তুমি সেদিন আমার হাতেই কলম দিয়ে বলেছিলে-এটা তোমার;তখন বুঝিনি এই কলমকে সঙ্গে নিয়েই চলতে বলেছ।তোমাকে, তোমার তুমিটাকে আর কোনদিন পাব না!পেলামও না।সেই কলমই আজ গর্জে ওঠে, কথা বলে।ছিন্ন বন্ধনকে টেনে আনে কাব্যের মোড়কে;এই ছিল তোমার মনেবুঝিনি, বুঝতে পারিনি!চারদিকে গভীর অন্ধকার গ্রাস করে ফেলবে,ভালোবাসার বেড়িতে বদ্ধ কারাগারে প্রবেশ করতে হবে,বুঝিনি তখন […]
কবিতা -“আতঙ্ক”
“আতঙ্ক”-সুমিতা পয়ড়্যা আতঙ্কে আতঙ্কে দিন কাটেলাশের ঘরে লাশের স্তূপ,পচা গলা দেহগুলো অবাঞ্ছিতকেউ আজ দেখে না, দেখতে আসে না।ছন্দে ছন্দে আকাঙ্ক্ষাগুলো মুক্তির সন্ধানে।সেই সূর্যটা ভালো করে তাপ নিয়ে আসে না;স্যাঁতস্যাঁতে আবহাওয়ায় শীর্ণতা গ্রাস করে,আকাশে মেঘলা দিনের মেঘমল্লার গান,বৃষ্টির সখ্যতা বাড়ছে দিনে দিনে,বৃষ্টিতে ভিজতে গেলে একাকীত্ব সামনে দাঁড়ায়।দূরবর্তী পরিযায়ীরা ক্রমাগত পথ চলে;দিন রাত্রির হিসেবের ঘরে […]
কবিতা- অবহেলার দান
অবহেলার দান– সুমিতা পয়ড়্যা বুঝবে সেদিন বুঝবেহারিয়ে যাব যেদিনবুঝবে সেদিন বুঝবে।খুঁজবে সেদিন খুঁজবেআকাশ বাতাস ঘিরেখুঁজবে সেদিন খুঁজবে।ভাববে সেদিন ভাববেভালোবাসা হারিয়ে ফেলেভাববে সেদিন ভাববে।কাঁদবে সেদিন কাঁদবেপাগল হয়ে উঠবেকাঁদবে সেদিন কাঁদবে।ভাসবে সেদিন ভাসবেগুমোট ঘরে জলোচ্ছ্বাসেভাসবে সেদিন ভাসবে।গাইবে সেদিন গাইবেগান না জানা কম্পিত কন্ঠেগাইবে সেদিন গাইবে।জানবে সেদিন জানবেঅনুভূতি উপলব্ধিতে জানবেজানবে সেদিন জানবে।ছুটবে সেদিন ছুটবেহাতড়িয়ে স্মৃত কণ্টক […]
কবিতা- স্বপ্নে আমি আর রবি ঠাকুর
স্বপ্নে আমি আর রবি ঠাকুর-সুমিতা পয়ড়্যা কোন প্ল্যানচেট নয়; তবুও মুখোমুখি আমি আর রবি ঠাকুরজোব্বা পরিধানে সামান্য ঝুঁকে দাঁড়িওয়ালা আমাদের রবি ঠাকুর।অবাক আমি, বিস্ময়ে বললাম—আমার কাছে! আমিতো সাধারণ মেয়েতোমার শরৎ বাবুর লেখা খ্যাতিমান সাধারণ মেয়ে নই আমি।এখানে আমার কথা কেউ বলে না!এখানে আমার কথা কেউ শোনে না, কেউ চেনে না, কেউ জানে না।আমি […]
কবিতা- কুমির ডাঙা
কুমির ডাঙা– সুমিতা পয়ড়্যা এ কোন সময়ে আমরা রয়েছি!এক আকাশ নিষ্ঠুরতাক্ষতবিক্ষত করে হৃদয়-মন,ঘুম আসে না; ঘুমোলে এক ভয়ঙ্কর আতঙ্কে জেগে উঠি,এই বুঝি ভূমিকম্প হবে, এই বুঝি সব ভেঙ্গে গুঁড়িয়ে যাবে!জেগে জেগে যে স্বপ্নগুলো দেখতে দেখতে সময় পার হয়, দিন যায়, রাত যায়আবার একটা নতুন সকাল আসে;ঠিক তেমনি দিনে জেগে স্বপ্ন দেখা আর রাতে […]
কবিতা- অন্ধকার
অন্ধকার-সুমিতা পয়ড়্যা উন্মত্ত পৃথিবীতে চারিদিকে অন্ধকারযেদিকে সকলে ধায় সেখানেও অন্ধকার,দশদিক অন্ধকার শুধুই অন্ধকার।যে ফুল ফুটবে মনে করেছিলসেও ঘুমিয়ে ঘুমিয়ে শুকিয়ে গেছে;অকালেই ঝরে পড়বে বলেই এ অন্ধকার!মানুষের অসম্ভব স্বপ্নের ভিড়ে সব দিশেহারাচাওয়া-পাওয়ার সব স্তরেই শুধুই হা-হুতাশ।আলোও অপেক্ষা করতে করতে গতি শ্লথ করে ফেলেছে,যেখানে আলোর গতি একলক্ষ ছিয়াশি হাজার মাইল প্রতি সেকেন্ডে;সেখানেও অন্ধকার; এ যেন […]
কবিতা- “অচেনা”
“অচেনা”-সুমিতা পয়ড়্যা এ তুমি কেমন তুমি! অবুঝ মনেরপাষাণ হৃদয়ে নীরবতা সঙ্গোপনে।যে উত্তাল সাগরে তোমার বাঁধা ঘর,সেথায় নীল আকাশ চরম ব্যথায়;ইচ্ছেগুলো নিজের মতো করে সাজান;সেখানে স্পর্শ করবে কার এতো সাধ্য!ভালোবাসা ইতিহাসের পাতায় গাঁথা।বিভোর হওয়া তুমিটা বড়ই অচেনা!অভিশপ্ত ভালোবাসা আবেগী বালুকাসব মরীচিকা দর্শনে ভ্রম মিথ্যায়।বদলানো তুমি নতুনত্বের সৌন্দর্যসত্য সুন্দরে তুমি এক জড়ভরত যে তুমিকে ভালোবাসা […]
কবিতা- নীরবে হত্যা
নীরবে হত্যা-সুমিতা পয়ড়্যা ভালোবেসে কি সুখ তুমি জানো?জানো না তো!হত্যা করেছ অন্তরের ভালোবাসাকেনিঃশব্দে, নীরবে।ক্ষত-বিক্ষত করেছ হৃদয় প্রকোষ্ঠগুলিকে;কত নোনা জলের দাগ অদৃশ্য অবুঝ গালে।তুমি কি জানো!জানো না তো।জলে ভাসবে বলে সাজতে ভুলে গেছি,আত্মদহনে পুড়তে পুড়তে অঙ্গার হয়েছি,কতশত জমানো কথার ভারে পাষাণ হয়েছি।তোমার ছায়াপথ কতদূর বিস্তৃত তা আমার জানা নেই বলেস্বপ্নের ঘরে কত ছবি এঁকেছি–সেখানে […]
কবিতা- একটু থামো
একটু থামো-সুমিতা পয়ড়্যা এবার একটু থামোথামতে জানতে হয়।রাখো তোমার ঔদ্ধত্যপূর্ণ বিচার;তোমার বিচারের পদাঘাতে সব তছনছ।কারো চোখে জল তো কারো মুখ ম্লান,কারোর নীরব দীর্ঘশ্বাস তো কারোর নীরব অভিমান!আকাশ যেমন একটি তারার আশ্রয় স্থল,দিনহীনের ছত্রছায়া,বটের ছায়া যেমন পথমধ্যে পথিকের প্রাণ,সাগরের তরঙ্গ যেমন জীবনের ছলাৎকার আনন্দ;তেমন ভাবে ডালপালা বিছিয়ে দাঁড়াও; একটু থামোপ্রতিশ্রুতিরা প্রতিষ্ঠার আলোয় গান করুক।হাতের […]
কবিতা- ভুল
ভুল-সুমিতা পয়ড়্যা মূল্যহীন জলেই তৃষ্ণা মেটেজলবিহীন তৃষা জাগে কেমনে!জলেরই অপর নাম জীবনতৃষ্ণায় আসে মরণ। মরণের পরে সব ভালো লাগেবেঁচে থাকতে নয়নিঃশ্বাস তো সবাই নেয়মূল্য কজনে দেয়! ভালোবাসা আজ মূল্যহীনঅহংবোধে আমিপরার্থবোধে সব ভুলস্বীয় বিশ্বাস অনেক দামী। জলের কোনো মূল্য নেই,মৃত্যুর কোনো মূল্য নেই,ভালোবাসার কোনো মূল্য নেই;বিশ্বাস যখন ভুলেই ভরাতখন তাকে বোঝাতে পারবে কেঐ মহাশূন্যের […]