• কবিতা

    ভাবনা গেছে উড়ে

    ভাবনা গেছে উড়ে
    -সোম

     

    চিন্তা কোরো না গো বন্ধু ,
    চিন্তা করে কিবা হবে ?
    মনুষ্য বিবেক দিয়েছে বন্দক ,
    চেতনা কেমনে রবে !
    ট্রেনে বসে ট্রামে যে মেয়েটি
    ভিক্ষা করে বেড়ায় l
    সেও আজকে হয়েছে শিকার ,
    যৌন লালসার থাবায় !
    এমনি করে সমাজটা গেছে ,
    গভীর জলের তলায় l
    বোধ-বুদ্ধি হারিয়ে গেছে ,
    শুনবে কে ? ভালো কথা বলায় l
    বিনয়-বাদল-দীনেশ দেশের হয়ে
    দিয়েছে তাঁরা প্রাণ !
    এখন স্বাধীন দেশে ,বাঈজী নাচে ;
    বাড়ে সমাজের মান l
    মানুষরা আজ নয়কো মানুষ ,
    অবিকল দৈত্য মনে হয় l
    তবু মোরা বেঁচে আছি ,
    নিয়ে ভীষণ মৃত্যু সংশয় !
    চিন্তা করা ভুলে গেছি ,
    বোধহয় ভাবনা গেছে উড়ে !
    আপন মনে ভবঘুরে,
    যেমন বেড়ায় ঘুরে ঘুরে !!!

  • কবিতা

    বিষাক্ত সমাজ

    বিষাক্ত সমাজ
    -সোম

     

    কর্মরত এই সমাজের মানুষ ,
    বহু কর্মের সহিত জড়িয়ে
    নেই তাদের কোন হুস l
    সত্যকে মিথ্যা করে ,
    কালো হাত ভরে নেয় তারা ঘুষ l
    সু-বুদ্ধিতে পিছিয়ে তারা ,
    কু-বুদ্ধিতে বহু দূর l
    পরনে সুবেশ তাদের ,
    স্বরনের মনে শূর l
    তোমাকে উপকার করার ,
    হৃদয়ে নেই কোন আনন্দের খুস l
    তাই বলে অপকারে পিছুপা নয় ,
    এই সমাজের মানুষ।
    স্বার্থের তাগিদে তাদের
    থাকে না কোন জ্ঞান হুঁশ
    তাই কোন জঘন্য কাজ করিতে পিছু নয় ,
    এই সমাজের মানুষ।
    ভাবছে তারা –আজকের আমরা,
    স্বর্গ হতে ঈশ্বরের পাঠানো দূত
    এই অত্যাচারের অত্যাচারিতে —
    স্তব্ধ করেছে কত মায়ের
    কোলের পুত !
    “এই সমাজের মানুষ “

  • কবিতা

    আইলার চেয়ে ভয়ঙ্কর

    আইলার চেয়ে ভয়ঙ্কর
    -সোম

     

    মনে আছে সেইদিনটির কথা ?
    আইলা ঝড়ে ধুয়ে মুছে শেষ করে দিয়েছিল ,
    আমাদের সাধের ঘরবাড়ি !
    তবুও সবাই ভালো ছিলো —
    পেটে ক্ষিদের জ্বালা চেপে
    বৌ-বাচ্চার মুখে হাসির খোরাক যুগিয়েছে

    তারপর এলো ভয়াবহ রাজনীতির ঝড়
    সেই ঝড়ে গৃহছাড়া, গ্রামছাড়া!
    তাতেই হয়েছে পঙ্গু ,তাতেই মরলো কোলের ছেলে ,
    সেই থেকে অবলা ওর স্ত্রী ……
    কোথায় যেন হারিয়ে গেছে মুখের হাসি
    এখন হাসির পরিবর্তে চোখে কান্নার জল !

    এত দুঃখ মাঝে স্বাধীন ভাবে বেঁচে থাকার আশা —
    তার বুকে ভর করে !
    কোন এক অজানা নোংরা পথের ধারে —
    গড়েছে বাসস্থান ,যার নাম সমাজ ঝুপড়ি —

    এখন বেশ ভালোই আছে ,
    অবলা স্ত্রীকে নিয়ে সুখেই আছে !
    শুধু বুকের মাঝে কুরে কুরে খাচ্ছে —
    ফেলে আসা কৃত্রিম ঝড়ের ভয়ঙ্কর দিনগুলি !!!

You cannot copy content of this page