কবিতা

তোমার কাছে

তোমার কাছে

-রাখী সরদার

 

তোমার কাছে ভালোবাসার অর্থ—

পলাশ পলাশ রঙ নয়।

তোমার কাছে ভালোবাসা—-,

নারীর গভীর কোমরের কোলাহল।

রোমান্টিকতার গাঢ় অর্থ—-

গঙ্গার ধারে বসে সিগারেটের সুখ টান নয়।

তোমার কাছে রোমান্টিকতা—

ভিজে শাড়ি লেপ্টানো উড়াল পুলে হেঁটে যাওয়া নারী।

বকুল বকুল গন্ধে ভরা দেহে ভেসে ওঠা

চাঁদের দিকে চোখ রাখোনি।

উচ্ছ্বল হরিণকালো চোখের খোঁজে

ছটফট করছো এ যাবৎকাল।

আকাশ হতে ছিটকে পড়া অগ্নি পিণ্ড

নিয়ে খেলতে বেশ লাগে।

মসৃণ ত্বক‌ও ঝলসে যেতে পারে

অতৃপ্তির ঘর্ষণ লেগে।

One Comment

Leave A Comment

<p>You cannot copy content of this page</p>