কবিতা

প্রতীক্ষায় 

প্রতীক্ষায় 
-জ্যোৎস্না ভট্টাচার্য ত্রিবেদী

 

বলেছিলে আসবে সেদিন
ভর দুপুরে চৌমাথার বাস স্টপে পিচ গলানো ঝাঁ চকচক রোদের তেজালো আঁচ থেকে বাঁচতে

আশ্রয় নিয়েছিলুম বুড়ো বটের আবছায়ায় —-
নিঝুম দুপুরের ক্লান্ত প্রহর ও একে একে পেরিয়ে যায়,
এগিয়ে চলে ঘড়ির কাঁটাও পাল্লা দিয়ে — দুই তিন চার…
নাহ! আজ ও না —-
রাখোনি কথা আজ ও, এমনি না রাখা কথার হিসাব আজ আর নিষ্প্রয়োজন।
দগ্ধ দুপুরে, রোদ ঝলসানো শরীর আর অর্ধ দগ্ধ মন —
কিছু কটূক্তি পথ চলতি আওয়ারা লম্পট যুবকের…
কিছু তীর্যক দৃষ্টি বয়স্ক পথচারী র—
সমস্ত ক্লেদ সর্বাঙ্গে মেখে, অবসন্ন ক্লান্ত দুটি পা ধীরে,
আরো ধীরে গৃহমুখী অবশেষে।
পুনরায় আশায় বুক বাঁধি
কাল, হয়তো বা পরশু কিংবা
তার ও পরে কোনো একদিন
আমার এই অসীম প্রতীক্ষা র হবে অবসান।
কথা দিয়ে না রাখা র এই অভ্যাস তোমার–
হয়তো বদলে যাবে একদিন ম্যাজিকের মতো।
সেই আশায় আরো একবার
তোমার কথা দেবার প্রতীক্ষায়…..

Loading

One Comment

Leave a Reply to রীণা চ্যাটার্জীCancel reply

<p>You cannot copy content of this page</p>