ফাগুনের আহ্বান

ফাগুনের আহ্বান
-রীণা চ্যাটার্জী

এসেছে ফাগুন বয়ে বসন্তের ছোঁয়া
দেয় দোলা দেয় মনে ফাল্গুনী হাওয়া
পলাশ ছেয়েছে দেখো ব্যপ্ত চরাচরে
মিলন বার্তার আমন্ত্রণ যুগলের তরে।
লাল পলাশের বনে হারায়ে মন
আবীরের রঙেও রক্তিম প্রাণমন,
বর্ণালী সমীরণে চিত্তের আকুল নাচন
ফাগুনী বসন্ত শুধুই ভালোবাসার লগন।
শুধু ভালোলাগাা, শুধু কাছে চাওয়া
সোহাগে মাতানো দুটি ব্যাকুল হিয়া,
আকুল হৃদয় মাঝে দোহার আকুতি ক্ষণ
মিলনে উন্মুখ শুধু দুটি মন……
বসন্তের হাওয়ায় মন কাঁপে তিরিতিরি
মনাকাশে শশী নিশি হাসে ঝিরিঝিরি,
ভালোবাসা পাশে নিয়ে থাকার অঙ্গীকার
বসন্তের অপেক্ষা মনে তাই সবাকার।
উদাস বাঁশীর সুরে উন্মাদিনী কৃষ্ণপ্রেমী রাধে
প্রেমের সেই অমৃত সুধা আজ মর্ত্যলোক সাধে,
যুগল হৃদয় সাজে ভালোলাগার লাজে
রাধাকৃষ্ণের অমর প্রেম সবার হৃদি মাঝে।

Loading

8 thoughts on “ফাগুনের আহ্বান

Leave A Comment