কবিতা

ভয়

ভয়
-অমল দাস
হিন্দু কি কেবল তুমি?

আমিও হিন্দু ভাই!

আমার ধর্ম সনাতন,

শুধু সহিষ্ণুতাই চাই।

 

ধর্ম নামে ন্যায়ের জয়,

কর্ম দিয়েই হোক।

চাইনা! অন্যের দেখা অস্ত্র হাতে

বাড়ুক সমাজ ধ্বংস ঝোঁক ।

 

উন্নত হোক মানব জাতি,

শান্তির প্রসার হোক ।

নারী শিশু অস্ত্রহাতে!

ভাই তোমরা কেমন লোক ?

 

রাম অস্ত্রে  বধে রাবন,

কৃষ্ণ সে তো বিলায় প্রেম।

কীসের বধে অস্ত্র হাতে ;

দেশে ভয় চাদরে জমছে প্রবল হিম ।

*****

Loading

2 Comments

  • Anonymous

    ভালো । আমারও একই মত। আমাদের এত সুন্দর,উদার যে ধর্ম, কিছু মানুষের জন্য তা কলুষিত হচ্ছে।

Leave a Reply to AnonymousCancel reply

<p>You cannot copy content of this page</p>