কলম উক্তি
-রীণা চ্যাটার্জী
অবাক প্রশ্ন কলমের কাছে
কথা তোর এতো কোথায় আছে?
শব্দের উপর শব্দ বুনিস
কথামালা সাজিয়ে তুলিস,
শব্দ জুড়ে ছন্দ বাঁধিস
শব্দ ভেলায় কাব্য গাঁথিস,
লেখার মালা জুড়লে বলিস
গল্প বলেই একে মানিস।
সাহিত্য আর কাব্য ঝুলি,
তোর স্পর্শে পেল বুলি।
মানুষ এলো কবির বেশে,
সাহিত্যিক ও পেলাম শেষে।
কলম হাসে মুখটি পাছে
কান্নার হাসির গুপ্ত লাজে,
গল্প করি পাতার সাথে
শব্দ যেমন ফোটে তাতে।
সময় কালের গতির হাতে
ছন্দকেও যে হয় বদলাতে,
তোরা শুধুই ছন্দ দেখিস!
কাব্য গল্প নামে ডাকিস।
আমি দেখি কান্না শত
রক্ত ক্ষরণ অবিরত…
ঘুরি মনের অন্ধ গলি
ফোটে যেথায় গোপন কলি!
মনের ব্যথা ছন্দ তোলে
প্রেম বিরহের দুঃখ ভোলে
দুখের আঁচর, সুখের মোচর,
মনের কথাই হয় যে গোচর
শব্দ বুনন খেলায় মাতি
রোদন হাসি তাতেই বাঁধি।
ছন্দ গল্প কাব্য গাঁথা…
মানব জীবন এতেই সাধা।
শুনে কলমের উক্তি বাণী
তার স্পর্শের গর্ব খানি..
রাখি আমার হৃদয় জুড়ে
বিশ্ববন্দিত বন্দনা সুরে।।
খুবই সুন্দর লেখনী