কবিতা

শতডানার প্রজাপতি

শতডানার প্রজাপতি
-সানজিদা শোভা

 

শতডানার প্রজাপতি এঁকে দেবো
তোমার এলো চুলে….
মুগ্ধতার কাজলে অংকিত করবো তোমার ডাগর নয়ন
বৃষ্টি স্লাত কোন এক ভর দুপুরবেলা
কদমের গুচ্ছে তোমার পথো ভরিয়ে তুলবো
ভালোবাসার আঁকি -বুকি অম্লান আল্পনায়…
আমি বিমুগ্ধ প্রিয়া
বিদিশার অন্ধকারের মত কালো চুলে
জোনাকি পোকার আলো গুজে দেবো  কোন এক আধারের রাতে…
তুমি দেখে নিও প্রিয়া
তোমার গোলাপ ভেজা ঠোটে উষ্ণ আদলে
ভেজা পদ্মের শুভ্রতাকেও হার মানায়…
আমার অপলক দৃষ্টি আর দুষ্ট মস্তিষ্কের কামনায় তোমায়
প্রার্থনা করে….
প্রার্থনা করে শতহাজার বর্ষার রাত
তোমার হাতের পরে হাত রেখে
খোলা আঙ্গিনায় ভিজে চলবার…
দেখে নিয়ো প্রিয়া কোন একদিন তোমার এলো চুলে গুজে দেবো শতডানার রঙ্গিন প্রজাপতি।

Loading

One Comment

Leave A Comment

<p>You cannot copy content of this page</p>