ভয়ার্ত
-সুদীপ্তা মন্ডল
প্রত্যহ রাত্রি যাপনের পর
একটা ভয়ার্ত দিন শুরু হয়।
ভয় হয় ক্ষুদ্র হতে থাকা
আমাদের মননকে।
ভয় হয় সংকীর্ণ হয়ে যাওয়া
অনুদার হৃদয়কে।
ভাঙাচোরা দিনে,মনে ও
ধরেছে পচন।
জাত-ধর্ম দেখে ঠিক হয়
প্রতিবাদের প্রকরণ।
শঙ্কিত হৃদয়ে চোখ মেলি
দিন-প্রতিদিন।
শঙ্কা ; সঙ্কুচিত হতে থাকা
অন্তরকে।
শঙ্কা; অসংবেদনশীল হয়ে ওঠা
চিন্তনকে।
প্রত্যক্ষ করি , কুঁকড়ে থাকা
সন্ত্রস্ত দিন-সমাপন।
প্রত্যহ করি এক ভয়ার্ত
দিন যাপন।
করি প্রত্যহ তবুও;এক নূতন
ভোরের আবাহন ।