কবিতা

এক গোলার্ধ দূর

এক গোলার্ধ দূর 
-অমল দাস

 

একরাশ ভালোবাসা এক চাঁদ প্রেম,

বৈশাখীর কাল এসে খেলে গেলো ‘গেম’ ।

উড়ে গেলো বাঁধা চাল ঝটিকা সফরে,

হাহাকার চীৎকার মানবহীন শহরে ।

টিপটিপ প্রদীপালোয় জেগে থাকে রাতি,

যাতনায় আলোকপাত আসে যে প্রভাতী।

বেলা যায় থেমে যায় বাতাসের বেগ,

অপূর্ণ চাহিদায় মিশে যত ব্যর্থ আবেগ ।

ভেসে যাওয়া কোলাহলে চুরি যায় মান,

কে গোপনে ডেকে গেলো দিয়ে গেলো টান।

এখনি যাব না ভাবি আরও কাজ বাকি,

কিছু ভুল আরও ভুল সব লিখে রাখি ।

মিছে আশায় ডাল ভেঙে মাটির গভীরে,

ভাবিনি সে মূল ছাড়া বাঁচবে কি করে ।

জল ভরা ঝিলে আমি শুভ্র-কমল চেয়েছি,

মৃত বহু অভিলাষ কচুরিপানাই পেয়েছি।

ভেসে ছিলাম যে গাঙে থেমে গেলো স্রোত

চলে যাওয়া তার প্রতি জমা হলো ক্রোধ ।

যে বিরহে বিরহিত তার বেঁধেছিনু গান,

প্রবাহিত তড়িৎ-এ লেখা বাদুড়ের প্রাণ।

আবর্তন শোনে না মানা বলি পিছে চলো,

 এত ক্ষয় পরাজয় কি করে কি হলো  ।

তুমি আমি আমি তুমি এক গোলার্ধ দূর,

ঝুলে ঘেরা দীন আলয়ে শীর্ণ অস্বচ্ছ নুর।

Loading

4 Comments

  • Anonymous

    হতে পারে এক গোলার্ধ দূরে
    মনে মন গাঁথা থাক এক সুরে
    চাঁদ,প্রেম মিশে হোক একাকার
    ছন্দের লহরে জ্যোৎস্নার বাহার
    হতে চায় মন কবির ছন্দ চকোর
    আকাঙ্খারা অপেক্ষার গোনে যে প্রহর… শুভেচ্ছা কবি

Leave a Reply to AnonymousCancel reply

You cannot copy content of this page