কবিতা

ওরা কারা?

ওরা কারা?
বিশোক রায়

ওরা কারা?

যারা সারাদিন কাজ করে মাঠে
যাদের দেখা মেলে প্রতি হাটে হাটে
যারা সবার মুখে খাবার তুলে দেয়
তবু কেন তারা আজো সর্বহারা?

ওরা কারা?

যাদের অনেক সহজ সরল প্রাণ
আজো কেন পেলনা তারা ন্যায্য সম্মান
বুঝেনা তারা রাজনীতি বুঝেনা কোন দম্ভ
রাজনীতির টানাপোড়েনে হয়ে যায় হতবম্ভ
নিপীড়িত ক্ষুধার্থ আজো কেন তারা?

ওরা কারা?

যারা ন্যায্য মূল্য না পেয়ে আত্মহত্যা করে
পথ অবরোধ করে ধুলায় গড়াগড়ি করে
যাদের কথা ভাবলেই চোখে বারি ঝরে
তাতে কি শিহরন দিয়েছে ভাবনারা?

ওরা কারা?
কত রাজ্য হয়ে অবসান কত না জীবন ঝরে
কত কষ্ট সহে অপমান তবু তারা কাজ করে
এদের উপরেই করে অত্যাচার করেছে নীল চাষ
কিন্তুু আজো তাদের যন্ত্রনা হয়েছে কী হ্রাস,
অত্যাচারিত, প্রতারিত আজো কেন তারা?

ওরা কারা?
যারা পৃথিবীর বুকে মরছে ধুকে ধুকে
কখনো বা বৃষ্টি কখনো বা ঝড়ে
তবু শক্ত করিয়া হাত উঁচু করিয়া মাথা
জীবনের সাথে কতো না যাচ্ছে লড়ে
পৃথিবীকে শষ্য শ্যামল করে রেখেছে তারা।

Loading

One Comment

Leave A Comment

You cannot copy content of this page