ব্যাধি
-সোনালী মণ্ডল আইচ
কার পক্ষপাত কে আমরণ সইছে
কোথা হতে নিরন্তর কতো জল বইছে
শুনি এটা ভুল ওটা নির্ভুল
জীবন তরী খোঁজে কেবল কুল
রাম + রহিম = কেষ্টা
মুখের কথা মানে কি কেউ শেষটা
শেয়াল ধূর্ত প্রহরে প্রহরে বন্দে
এসব ভেবে কাল কেটে যায় দ্বন্দ্বে
শাখায় শিকড়ে যত নত-মূল
গোড়ায় নিঠুর নিরবধি মারে কুড়ুল…
খুব সুন্দর লেখনী