কবিতা

যাপন

  1. যাপন

-সুদীপ ভট্টাচার্য্য

 

 

যে ফুল আমি ফুটায়েছি তোমারি দ্বারে,
এ প্রার্থনা কেবলই প্রণতির ঠাঁই ধরে।
শিশু কর্ণ সে হেতু মিথ্যা কেতুর ভালে,
আজি রজনী পহিল সজনি আসার কালে।

নিজের দহনে অপেক্ষাকৃত স্বামী,
কেমনে আসিবে সংসার ফেলে তুমি ?
যাহাদের তুমি এত কাল কহিছ আপন,
সে লোক মিত্র সাজিয়া, নিজেরে করিছে গোপন।

পহিল ফাগুন, বসন্ত একে একে –
শ্রাবনের বেলায় বিদায় ডেকেছি বাঁকে।
প্রিয়তমা তুমি, অতীতের মিত্র বলে,
শত্রু হলেও ,সে প্রেম থাকিত কবলে।

প্রাতের যুদ্ধ, সন্ধ্যা নামিলে ডাকে,
অবয়ব খানি, শুধু সংসার বাঁধিয়া রাখে।
অপারগ তবু, কেমনে রাখিছে বাঁধি।
মোহিনী বিদ্যায়, নিজেরে করেছি বাদী।

Loading

2 Comments

Leave a Reply to AnonymousCancel reply

You cannot copy content of this page