এক ফালি চাঁদ
-রানা চ্যাটার্জী
পোড়া রুটি এক ফালি চাঁদ ওই আকাশে,
ওরে ছেলে খাস নি কো, মুখ বড়ো ফ্যাকাসে!
পিঠে দেখি বোঝা ভারী , কাগজের বস্তা ,
হাড়ে হাড়ে বুঝেছিস জীবন নয় সস্তা !
চাঁদ দেখে বড়ো হওয়া, ছোটো বড়ো সকলে,
চাঁদ মামা দেয় হামা ,টিপ ও দেয় কপালে ।
এক ফালি চাঁদ দেখে, শূন্যতা আসে ওই ,
জোছনার আলোতে চল খেলি ওরে সই ।
কবিদের মনে কতো , লেখা ভাসে শত শত ,
চাঁদ পানা মুখ দেখে, খুশি হওয়া অবিরত ।
তবু দেখি খিদে পেলে,পোড়া রুটি চাঁদ টা ,
জীবন টা ক্ষতে ভরে, খাবি খায় প্রাণ টা !
চাঁদ দেখে আসে ঈদ, পূর্ণিমা পূজাও,
পঞ্জিকা চাঁদ দেখে , রমজান রোজাও I
এই চাঁদ ভালোবাসি, তুমি,আমি,রোমিও,
চাঁদ মামা রাত জাগে, ভালো করে ঘুমিও।
Khub valo