কবিতা

আদিখ্যেতা

আদিখ্যেতা
-সৌরভ ঘোষ

 

 

তুই এখনও টাইটানিকের রোজ, উইনস্লেট’কে নিয়ে পড়ে আছিস,
এখনো ভাবছিস ব্র‍্যাড প্রিট অ্যাকশন মুভি করবে
নিকোলো কিডম্যানকে সেরা বেডসিনে চাইছিস
তোর যদিও শ্যারন,ম্যাডোনাই বেশি প্রিয়
বয়স বাড়ছে ওদের,
দিদি বা মা চরিত্রে ওরা সাবলীল।
পুরানো জেমস বন্ড, স্পাইডার ম্যান চেঞ্জ হবে না!
এরা এখন কাকু দাদুতে স্বচ্ছন্দ, গন্ধহীন মৌতাত
যেমন তুই মৌমাছি হীন চাক
আয়রণ ম্যানের জার্সিতেও মরচে পড়বে।
তোর কি সে দম আছে-
তেজাবের মাধুরীকে দেখে যেমন শিষ দিতিস।
অমিতাভের ডুংরীর চামড়া কুঁকড়েছে,আর বাজেনা…

তোর যত সব অলীক বাহানা,
নিজের যে ঝুড়ি বেড়িয়েছে ভুলেছিস
গনোরিয়া, বহুমূত্র আর কি সবে যেন ভুগছিস!
আর পারিস রাত জেগে নীল সিনেমা দেখে থাই কাঁপাতে?
বিছানায় আগের মত হিংস্র আছিস?নেই!
সেন্সারের কাঁচি না থাকলে সবটাই বলতাম
শোন,বাড়ির বাইরে বোর্ড লাগা
লেখ- ‘Be aware from বুড়োভাম’।
হ্যাঁ, তুই একটা বুড়োভাম,
পামচার বাইকে দীপিকা পাডুকন চাই,আদিখ্যেতা।

Loading

One Comment

Leave a Reply to AnonymousCancel reply

You cannot copy content of this page