কবিতা

সূর্যের প্রাতঃকাল

সূর্যের প্রাতঃকাল
-পলি ঘোষ

 

 

সূর্য যখন প্রাতঃকালে নিজেকে মেলে ধরে
আর ঘন কালো অন্ধকার গৌরবের সাথে সরে যায়
তখন কি শোনো বাতাসের আগমনী গান
তার ছন্দ আমি কখনো উদ্ধার করতে পারি নি ।
সকাল যখন তার উষ্ণ সোনালী রোদে নিজেকে বিস্তার করে
আর নীল আকাশ যখন ভাষাহীন অসীম হয়ে সরে যায়
দূরে তাকিয়ে দেখি তখন এক অপরূপ রূপে হাতছানি
যা আমি খুবই কম স্বপ্ন ময় নিদ্রায় উপভোগ করি ।
আমার কি নিঃসঙ্গ হয় না মনে
যখন পৃথিবী আমায় হীন সংসারের কথা বলে
আমার একটা সময় আসবে আমারি যখন নয়নের দৃষ্টি ঝাপসা হবে ।
তখন আমি ও আমার মতো হীন বস্তায় পতিত হবো ।
তখন একটি শূন্য হৃদয় ক্ষয় হয়ে হবে এক মুঠো ছাই
যখন আমি সূর্যক্রান্ত দিনগুলো করব অতিক্রম ।

Loading

One Comment

Leave a Reply to Ela ghoshCancel reply

You cannot copy content of this page