জারজ

জারজ
-মলয় মালী

 

 

জন্ম আমি নিয়েছি যখন,
বাবা আমার আছে নিশ্চয়।
সমাজ তবু করতে বিদ্রুপ,
কেন আমারে জারজ কয়?
কর্ণের কি দোষ ছিল মা,
ফেলে দিয়েছিস নদীর জলে।
কেন তবে দিয়েছিলি জন্ম,
এমন নোংরা খেলার ছলে?
তুই তো এখন রাজরানী মা,
বাবাও সমাজের বিশিষ্ট।
আমি একাই অনাথ আশ্রমে,
তোদের ফেলা উচ্ছিষ্ট ।
সমাজ তোদের নিয়েছে মেনে,
নেয়নি শুধু আমাকে।
বলতে পারিস আমার এমন
দশার জন্য দায়ী কে?
ঝোপের আড়ালে ফুর্তি করে
তৈরি করলি আমার লাশ।
তোদের রামায়ণ লিখতে তাই
সাজতে হল কৃত্তিবাস ।
পারলে আমায় করিস ক্ষমা,
আমিও তোদের করেছি।
আর যেন কেউ না হয় অনাথ
তাই এ কলম ধরেছি।

Loading

Leave A Comment