কবিতা

তফাত

তফাত

-পাপিয়া ঘোষ সিংহ

আমার, তোমার স্বভাবেতে দুই মেরুতে বাস,
আমি থাকি, হাসি-উচ্ছল, তুমি র‌ও উদাস।
তবুও আমরা এই জীবনে গাঁটছড়াতে বাঁধা।

আমি দেখি তারা ঝলমলে ঘন নীলাকাশ,
তুমি দেখো, আঁধার কালো মেঘের ঘনঘটা,
তবুও মোদের চার চোখের মিলনে–
শুভদৃষ্টি হয়ে গেল বেশ।

আমার দুচোখ স্বপ্ন দেখে রাতে ,
তুমি থাকো, দিনের বাস্তবে,
তবুও তোমার হাত দুটি মোর হাতে,
আমরা দুজন থাকি যে একসাথে।

আমার মন বৃষ্টিতে ভিজতে চাই,
গুরু গুরু মেঘের মৃদঙ্গে-
পেখম মেলে মন আমার নাচে,
তুমি বলো বৃষ্টি হলে পরে,
শস্যগুলো নতুন করে বাঁচে।

মন আমার বসন্তে পলাশ রাঙা
ফাগুন মাসের দখিনা বাতাস সম,
তুমি দেখো গ্রীষ্মের ঝলসানি,
কাঠফাটা রোদ্দুরের তপ্ততা,
তবুও মোদের বসন্তে হয় প্রেম।

তুমিও তো বর্ষা পেতে চাও,
তুমিও তো ময়ূর ভালোবাসো,
বৃষ্টি ভেজা রজনীগন্ধার মালা
আমার জন্য দিব্যি নিয়ে আসো।

পায়ে,পায়ে সপ্তপদীর শপথ
চলছি মেনে অন্তর-মন থেকে,
বয়স, রুচি কিছুই হয়নি বাধা,
আমার করে পেতে তোমাকে।।

Loading

One Comment

Leave a Reply to AnonymousCancel reply

You cannot copy content of this page