
যখন বিপ্লব আসবে
যখন বিপ্লব আসবে
-সৌরভ ঘোষ
ধারাবাহিক সিরিয়ালের মত
ধারাবাহিক বিপ্লব একদিন আসবে।
সেদিন, সমভূমির প্রতিটি মোড়ে খাড়াই পাহাড় থাকবে
যার একদিকে বন্যা
অন্যদিকে বৃষ্টিচ্ছায়া,ক্যাকটাসের জঙ্গল।
অক্ষরেখা উত্তর দক্ষিনে ঘুরে যাবে
মানুষ লোভের বাজারে প্রধান পণ্য হবে।
শেয়াল কুকুরের অটুট বন্ধুত্ব…
মাটি খুঁচিয়ে উদ্ধার হবে শব্দ
আচমকা রাত নামবে সাথে চামচিকে…
সবার গলায় ফাঁস সবাই চালাক
ঝুলন্ত জিভ থেকে লালা ঝড়বে টসটস।
তখন ছাই-পাঁস মেখে
শমন হাতে বিপ্লব উঠে আসবে…
সুখ গুলো জানালা দিয়ে বেড়িয়ে যাবার সময়
ট্রেন দূর থেকে হুইসল দেবে…
বিপ্লব গালে টোল ফেলে বলবে-
“গাছ থাক, পাখি থাক…”
পাহাড়ের ব্যালকনি থেকে দর্শক মেঘের হাততালি,রূপালি চমক…


One Comment
Anonymous
ধন্যবাদ